Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কোন বিমানে?

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কোন বিমানে?

ওয়েব ডেস্ক: ফের যান্ত্রিক গোলযোগ এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে। যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার (AI180 বোয়িং 777-200LR) সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী বিমানের অবতরণ কলকাতা বিমানবন্দরে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে একটা নাগাদ। সূত্রের খবর, উড়ানটির কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানের বাঁদিকের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।

পাইলট যাত্রীদের নিরাপত্তার কোনও ঝুঁকি নেননি। যাত্রীদের ভোর ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয়। রাত ২টো নাগাদ কলকাতা থেকে মুম্বই রওনা দেওয়ার কথা ছিল বিমানটির।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের দৈনন্দিন কাজের সময়ে বড় বদল, জারি নির্দেশিকা

উল্লেখ্য, সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার হংকং থেকে দিল্লিগামী ড্রিমলাইনারকে (AI315) যান্ত্রিক ত্রুটির জন্য মাঝআকাশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই এয়ারক্র্যাফ্ট ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার। গত ১২ জুন একই ধরনের বিমান (AI171) আহমেদাবাদ থেকে টেকঅফের পরেই গত ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ২৭০ জনের। যাঁদের মধ্যে বেশিরভাগই উড়ানের যাত্রী ছিলেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News