Sunday, October 26, 2025
Homeএবার জ্যোতি বসুর বায়োপিক! নাসিরুদ্দিন শাহের সঙ্গে কথা হয়েছে!

এবার জ্যোতি বসুর বায়োপিক! নাসিরুদ্দিন শাহের সঙ্গে কথা হয়েছে!

কলকাতা: এবার তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিংবদন্তি ব্যক্তিত্ব জ্যোতি বসুর বায়োপিক(Jyoti Basu Biopic)। এমনটাই খবর সিপিএম সূত্রে(CPIM)। এই নিয়ে পরিকল্পনা চলছে অনেক দিন ধরে। সূত্রের খবর সিপিএম পার্টি ফান্ডে তৈরি হবে জ্যোতিবাবুর এই বায়োপ। কিন্তু কাকে দেখা যাবে জ্যোতিবাবুর চরিত্রে!
শোনা যাচ্ছে প্রাথমিক ভাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহের(Nasiruddin Shah) সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। অনেকেরই ধারণা তিনিই জ্যোতিবাবুর চরিত্রে অভিনয় করতে পারেন। প্রসঙ্গত, বিগত লোকসভা ও নির্বাচনে সিপিএমের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে ছিলেন সায়রা শাহ হালিম। যিনি সম্পর্কে অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইজি।
জ্যোতিবাবুর এই বায়োপিকের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানান প্রসঙ্গ উঠে এসেছে।
অনেকেরই কৌতূহল যে জ্যোতিবাবুর ছেলে চন্দন বসুর(Chandan Basu) চরিত্রে কাকে দেখা যাবে কিংবা শ্যালিকার চরিত্রে কে থাকবেন! কারণ জ্যোতি বাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন পুত্র চন্দনকে নিয়ে নানান বিতর্কের ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রী সঙ্গে বিভিন্ন সময়ে প্রকাশ্যে দেখা যেত তার শ্যালিকাকে।


জানা যাচ্ছে আগামী বছরের শুরু থেকে প্রি-প্রোডাকশনের কাজ আরম্ভ হবে। ‘জ্যোতি বসু রিসার্চ সেন্টার’ এর ব্যানারেই এই বায়োপিক তৈরির পরিকল্পনা। উল্লেখ্য একটানা ২৩ বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তার নিজের কথাতেই ‘ঐতিহাসিক ভুল’ এ তিনি হতে পারেননি প্রধানমন্ত্রী।
ভারতীয় রাজনীতির এই বর্ণময় চরিত্রের অনেক জানা এবং অজানা তথ্য এই
বায়োপিকে তুলে ধরা হবে বলে সিপিএমের পার্টি সূত্রে জানানো হয়েছে। এই বায় পিক নিয়ে কলকাতা এবং মুম্বাইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা হয়েছে বলে আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব জানিয়েছে। এ বিষয়ে রবীন্দ্র দেব আরও জানিয়েছেন জ্যোতিবাবু এমন অনেক কাজ করে গিয়েছেন যা অনেকেই জানেন না। সেই সমস্ত ছবি ও জাতি বাবুর বায়ো পিকে তুলে ধরা হবে। তিনি আরো বলেন বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে জ্যোতি বসুর এই বায়োপিক।
প্রসঙ্গত,বেশ কয়েক বছর ধরে বলিউডে বায়োপিকের ঢেউ উঠেছে। বাণিজ্যিকভাবে সেগুলি বেশ কিছুটা সফলও হয়েছে। এর মধ্যে রাজনৈতিক নেতাদের বায়োপিক বিশেষভাবে লক্ষ্যণীয়। যার মধ্যে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে তৈরি ‘ইমার্জেন্সি’, জয়ললিতাকে নিয়ে ‘থালায়ভি’, প্রাক্তন প্রধানমন্ত্রী মানমোহন সিংকে নিয়ে তৈরি হয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। এছাড়াও বাল থাকরের বায়োপিক তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু ছিলেন একজন বিতর্কিত চরিত্র। তাঁর বায়োপিকের খবর সামনে আসতেই সমালোচনার মুখেও পড়তে হয়েছে সিপিএমকে। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অভিমত প্রকাশ করে বলেছেন,”এই মুহূর্তে ওদের কোন নেতৃত্ব নেই…..কাজেই ভোটের আগে সেই জ্যোতিবাবুতেই ভরসা করতে হচ্ছে…. কিন্তু দলের একটা অংশ কিভাবে জ্যোতি বাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি কিংবা অন্যান্য বিতর্কিত বিষয়গুলি কি জ্যোতিবাবুর বায়োপিকে জায়গা পাবে!”

Read More

Latest News