Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeতিন চিকিৎসকের বদলি মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

তিন চিকিৎসকের বদলি মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Medical College) তিন চিকিৎসকের বদলির মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলাটির শুনানি রাজ্য ট্রাইব্যুনালে হবে নাকি কলকাতা হাইকোর্টে সেই বিষয়েই রাজ্যর কাছে হলফনামা তলব হাইকোর্টের। পাশাপাশি ৮০০ জনের কাউন্সিলিং নিয়েও রাজ্যের অবস্থান হলফনামার মাধ্যমে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Bose)।

রাজ্যের নিয়ম অনুযায়ী সরকারি কলেজ গুলিতে ডাক্তারি পড়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। কম খরচে সরকারি হাসপাতালে ডাক্তারি পড়ার জন্য তিন বছরের বন্ডে সই করতে হয় চিকিৎসকদের। এমডি পড়ার পর এক বছর মাল্টিন্যাশনাল হসপিটাল এবং বাকি দু’ বছর গ্রামীণ হাসপাতালে পরিষেবা দেওয়ার নিয়ম থাকে চিকিৎসকদের ক্ষেত্রে।

আরও পড়ুন: সুপ্রিম অনুমোদন সত্ত্বেও বিচারপতি নিয়োগে পদক্ষেপ নেয়নি হাইকোর্ট!

চিকিৎসকদের আইনজীবী প্রতীক ধর সওয়াল করেন, ৮০০ জন কাউন্সিলিংয়ের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই তিনজনকে তাদের পছন্দমতো জায়গায় দেওয়া হয়নি। বাকিদের পছন্দমতো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। অন্যান্যদের ক্ষেত্রে পছন্দমতো জায়গায় পোস্টিং দেওয়া হলেও দেবাশিস, আশরাফুল্লা, অনিকেত মাহাতো তিনজনের ক্ষেত্রে দেওয়া হয়নি। তাহলে কাউন্সিলিংয়ের কী প্রয়োজন।

যদিও ইতিমধ্যে দেবাশিস এবং নাইয়ার স্থানান্তরের জায়গায় জয়েন করেছেন। অনিকেত মাহাতো এখনও পর্যন্ত জয়েন করেননি। অনিকেতের পক্ষ থেকে দাবি, এখনও পর্যন্ত আরজি করে একটি পোস্ট খালি রয়েছে সুতরাং তাকে সেই জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হোক।

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এই মামলাটি সরাসরি হাইকোর্টে শুনানি হতে পারে না। এটি একটি সার্ভিস মামলা। তাই তার জন্য নির্দিষ্ট আদালত রয়েছে।

আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হাসপাতালগুলিতে সরকারের দ্বারা পোস্ট ক্রিয়েট হয়। সরকার যেহেতু পোস্ট তৈরি করে তাই সরকার ইচ্ছে করলে যে কোনও জায়গায় এই চিকিৎসকদের বদলি করতে পারে জনগণের বৃহত্তর স্বার্থে। যেহেতু তাদের চুক্তিতেও লেখা রয়েছে দু’বছর গ্রামীণ এলাকায় তাদের চিকিৎসা পরিষেবা দিতে হবে তাই সরকারের এই সিদ্ধান্ত কখনওই অযৌক্তিক নয়।

আদালতের নির্দেশ, মামলাটি ট্রাইবুনাল হবে না হাইকোর্টে হবে সে ব্যাপারে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। ৮০০ জনের মধ্যে কেন এই তিনজনকে পছন্দমতো জায়গায় দেওয়া হল না সে বিষয়ে রাজ্য তাদের অবস্থান জানাবে। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News