Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeট্রাম্পকে কটাক্ষ করে ‘অনুতপ্ত’ মাস্ক! প্রকাশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট

ট্রাম্পকে কটাক্ষ করে ‘অনুতপ্ত’ মাস্ক! প্রকাশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট

ওয়েব ডেস্ক: ট্রাম্প-মাস্ক সংঘাত (Trump-Musk Conflict) নিয়ে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত আমেরিকার (USA) রাজনীতি। একসময়ের দুই বন্ধু যখন একে অপরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক কথা বলতে শুরু করেন, তখন চমকে গিয়েছিল গোটা বিশ্ব। তবে এবার ট্রাম্প-মাস্কের এই দ্বন্দ্ব যে মিটতে চলেছে, তার আভাস পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা লড়াই মিটিয়ে ফের বন্ধুত্বের পথে এগোচ্ছেন তাঁরা দুজন।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসে অভিবাসনবিরোধী পদক্ষেপ ঘিরে ছড়ানো বিক্ষোভে ট্রাম্পের (Donald Trump) ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, সেই মুহূর্তেই ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন মাস্ক (Elon Musk)। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় বিক্ষোভকারীদের কটাক্ষ করতেও দেখা গেছে তাঁকে। বিষয়টি এখানেই থামেনি—ট্রাম্পকে নিয়ে অতীতে করা একাধিক ‘কঠিন’ মন্তব্যের জন্য এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন মাস্ক।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলসের পর শিকাগো, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অব্যাহত ক্ষোভ

সম্প্রতি, এক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, “ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে করা কিছু পোস্ট নিয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।” আর টেসলা কর্তার এই বার্তা সামনে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে আমেরিকার রাজনৈতিক ও প্রযুক্তি মহলে— তাহলে কি দুজনের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? মাস্কের এই নরম মনোভাব কি কোনও সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিচ্ছে?

প্রসঙ্গত, ট্রাম্প-মাস্ক সম্পর্কের অবনতি শুরু হয়েছিল বিতর্কিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ ঘিরে। মাস্ক অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই মধ্যরাতে চুপিচুপি বিলটি পাশ করা হয়েছিল। এর জেরেই প্রশাসনিক উপদেষ্টার পদ ছাড়েন তিনি এবং প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন। পাল্টা ট্রাম্পও সাফ জানিয়ে দেন, মাস্কের সঙ্গে আর যোগাযোগ রাখার ইচ্ছে নেই তাঁর। এমনকি বলেন, “মাস্ক এখন আমার বন্ধু নয়।” তবে সময় যে অনেক কিছুই বদলে দিতে পারে, তার ইঙ্গিত যেন মিলছে মাস্কের সাম্প্রতিক আচরণে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News