Wednesday, October 29, 2025
Homeপুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের (High Court)। ওবিসি তালিকা বাতিলের পর, কলকাতা পুরসভারে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার ও রাজ্য মিউনিসিপ্যাল।

বিচারপতি কৌশিক চন্দর পর্যবেক্ষণ, দুই দফতর নিজেদের বাঁচাতে একে অপরের উপর দায় চাপাচ্ছে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি বাতিল করা হল। নতুন করে কলকাতা পুরসভা শূন্য পদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে তাদের তালিকা পাঠাবে। সেই তালিকা বিবেচনা করে সাতদিনের মধ্যে অনুমতি দেবে দফতর।

আরও পড়ুন: কালীগঞ্জে ভোট শুরু হতেই এ কী ঘটল!

সম্প্রতি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতা পুরসভায় সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭৮টি শূন্যপদের মধ্যে ওবিসি (এ)-র জন্য ৮টি, ওবিসি (বি)-র জন্য ৫টি পদ সংরক্ষণের কথা বলা হয়। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা।

দেখুন আরও খবর:

Read More

Latest News