Monday, October 6, 2025
spot_img
Homeসাড়ে ৬ হাজার ছুঁইছুঁই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা

সাড়ে ৬ হাজার ছুঁইছুঁই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা

কলকাতা: দেশে ফের মাথা চাড়া দিয়ে বাড়ছে কোভিডের (Covid-19) থাবা। সাড়ে ৬ হাজার ছুঁইছুঁই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্তু ভারতে নতুন করে কোভিড (India Covid Positive Cases) আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬ হাজার, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ৪৮ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৭৬৯ জন। বর্তমানে ভারতে কোভিড অ্য়াকটিভ রয়েছেন ৬১৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৬ হাজার ৮৬১। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনর মৃত্যু হয়েছে। কেরলে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে গুজরাত, পশ্চিমবঙ্গ, দিল্লি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। তার মধ্যে সবচেয়ে বেশি গুজরাটে। সেখানে একদিনে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। গুজরাতে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৮২২ জন। গুজরাটের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৫৪ জন করোনায় আক্রান্ত। বাংলায় ৬৯৩ জন। কেরলে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ১৯৫০ জন। দুজনের মৃত্য়ু হয়েছে। দিল্লিতে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৮৬ । মহারাষ্ট্রে ৫৯৫ জন এবং কর্ণাটকে ৩৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে কর্নাটকে ২ জন, কেরলের ৩ জন এবং তামিলনাড়ুর ১ জন। কর্নাটকে মৃতদের বয়স যথাক্রমে ৪৬ এবং ৪৮, দু’জনেই কোমর্বিড রোগী ছিলেন। কেরলে মৃত ৩ জনের বয়স ৫১, ৬৪ এবং ৯২। প্রত্যেকেই নানা রোগে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: পদপিষ্টের ঘটনায় মামলা খারিজের দাবিতে কর্ণাটক হাইকোর্টে আরসিবি

অন্য খবর দেখুন

Read More

Latest News