Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইরানকে ভয় পাচ্ছে আমেরিকা?

ইরানকে ভয় পাচ্ছে আমেরিকা?

ওয়েব ডেস্ক: সক্রিয় ইরানের (Iran) বিমান বিধ্বংসী সিস্টেম। আমেরিকার লক-হিড কর্পোরেশনের তৈরি F35 যুদ্ধবিমান (F35 Fighter Jet) ভূপাতিত ইরানের মারে। বিশেষজ্ঞরা মনে করেন, F35 দুনিয়ার অন্যতম উন্নত যুদ্ধবিমান। এহেন বিমানকে ধ্বংস করার ঘটনায় আমেরিকার (America) যুদ্ধবাজদের কপালে চিন্তার ভাঁজ।

অন্যদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করতে চায় খামেনির ইরান। দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের ‘এক নম্বর শত্রু’ বলে অভিহিত করেন। এ-ও দাবি করেন যে, ইরান তাঁকেও হত্যার চেষ্টা করেছে।

আরও পড়ুন:

নেতানিয়াহুর কথায়, “ওরা (ইরান) তাঁকে (ট্রাম্প) খুন করতে চায়। উনি শক্তিশালী নেতা। অন্যদের মতো উনি দুর্বল কোনও শর্ত নিয়ে ইরানের সঙ্গে দর কষাকষির পথে হাঁটেননি। উনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আপনাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না। অর্থাৎ আপনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাতে পারেন না।”

দেখুন আরও খবর:

Read More

Latest News