Thursday, October 30, 2025
Homeসাদ্দাম হোসেনের মতো পরিণতি হবে খামেনির! হুঁশিয়ারি ইজরায়েলের

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হবে খামেনির! হুঁশিয়ারি ইজরায়েলের

ওয়েব ডেস্ক: গোলাবারুদের লড়াইয়ে ফের অশান্ত মধ্যপ্রাচ্য। আকাশপথে একে অপরের প্রতি হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল (Israel) এবং ইরান (Iran)। এই পরিস্থিতিতে এবার ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনিকে (Ali Khamenei) নিয়ে বড় মন্তব্য করলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাতজ (Israel Katz)। ইজরালেই মন্ত্রীর দাবি, খামেনির পরিণতি হতে পারে ইরাকের প্রাক্তন একনায়ক সাদ্দাম হুসেনের মতো। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের কী পরিণতি হয়েছিল, ইরান যেন তা মনে রাখে।’’

কাতজের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে এক বিস্ফোরক রিপোর্ট। সম্প্রতি রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার নাকি খামেনিকে সরাসরি হত্যার পরিকল্পনা করেছিল। তবে সেই প্রস্তাবে সায় দেননি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়।

আরও পড়ুন: তেল আভিভে Fattah-1 হামলা ইরানের, কার্যত শেষ ইজরায়েল?

এই প্রেক্ষাপটে নেতানিয়াহু সরাসরি ইরানের নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন তেহরানের শাসক গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরাতে সক্রিয় ভূমিকা নেয়। নেতানিয়াহুর এই ভাষণ ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বক্তব্যের সঙ্গে অনেকাংশে মিলে যায়, যেখানে তিনিও ইরাকি জনগণকে সাদ্দামের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছিলেন।

উল্লেখযোগ্যভাবে, ২০০৩ সালের দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজিত হন সাদ্দাম হুসেন। তারপর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে তাঁকে গ্রেফতার করে মার্কিন সেনারা। ২০০৬ সালে ইরাকের মার্কিন-সমর্থিত নতুন সরকার তাঁকে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। সেই মৃত্যুদণ্ডের ভিডিয়ো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সাদ্দামের সেই করুণ পরিণতির উদাহরণ তুলে ধরেই এবার তেহরানকে হুমকি দিল ইজরায়েল।

দেখুন আরও খবর:

Read More

Latest News