Saturday, November 15, 2025
Homeপ্রয়াত ‘ Day of the Jackal’ খ্যাত কিংবদন্তি থ্রিলার লেখক ফ্রেডরিক ফোরসিথ

প্রয়াত ‘ Day of the Jackal’ খ্যাত কিংবদন্তি থ্রিলার লেখক ফ্রেডরিক ফোরসিথ

ওয়েবডেস্ক- প্রয়াত ‘ডে অফ দ্য জ্যাকাল’ (Day of the Jackal) সহ একাধিক বিশ্ববিখ্যাত থ্রিলার উপন্যাসের জন্য লেখক ফ্রেডরিক ফোরসিথ (Frederick Forsyth) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর এক প্রতিনিধি ফ্রেডরিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। লেখকের পাশাপাশি তিনি ছিলেন একজন সাংবাদিক, কাজ করেছিলেন গুপ্তচর হিসেবেও।

দ্য ওডেসা ফাইল (The Odessa File) এবং দ্য ডগস অফ ওয়ার (The Dogs of War) সহ ফ্রেডরিক ফোরসিথ ২৫টিরও বেশি বইয়ের রচয়িতা। বিশ্বজুড়ে তাঁর বই বিক্রি হয়েছে ৭৫ মিলিয়ন। লেখার পাশাপাশি অন্য পরিচয় আছে ফ্রেডরিকের । ছিলেন বিবিসি ও রয়টার্সের যুদ্ধ সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। আগে তিনি একজন একজন RAF পাইলট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এও কাজ করেছিলেন।

আরও পড়ুন- “ভুগতে হবে…,” চোখ রাঙিয়ে মাস্ককে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ফ্রেডরিকের প্রকাশক বিল স্কট-কের বলেছেন, “বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাঁর বই পড়েছেন। ফ্রেডির থ্রিলারগুলি এখনও সমসাময়িক লেখকদের লেখার মানদণ্ড। তাঁর অনেক কাল্পনিক কাহিনি বিশ্বজুড়ে তাঁর বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি।‘

১৯৭১ সালে প্রকাশিত “দ্য ডে অফ দ্য জ্যাকাল” প্রকাশ করেন, এটিই ছিল তাঁর প্রথম উপন্যাস। যা তিনি কর্মহীন অবস্থায় লিখেছিলেন।

১৯৭৩ সালে এডওয়ার্ড ফক্স (Edward Fox) অভিনীত ‘দ্য ডে অফ দ্য জ্যাকাল’ উপন্যাসটি থেকে একটি চলচ্চিত্র হয়।গত বছর এডি রেডমেইন (Eddie Redmayne) অভিনীত একটি ওয়েব সিরিজে রূপান্তর করা হয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News