Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Home২১শে জুলাইয়ের পোস্টারে থাকবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ

২১শে জুলাইয়ের পোস্টারে থাকবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ

কলকাতা: ২৬ এর নির্বাচনের (WB Assembly Election 2026) দিকে তাকিয়ে প্রস্তুতি শুরু হলেও সামনেই যেহেতু ২১ জুলাইয়ের সমাবেশের (TMC 21 July ) প্রস্তুতি বৈঠকে বসেছিল তৃণমূল। ২১ জুলাইয়ে প্রস্তুতি নিয়ে আজ শনিবার ভবানীপুরে বৈঠকে বসেছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এই প্রস্তুতি বৈঠকে দলের সাংগঠনিক ক্ষমতাকে ঝালিয়ে দেখে নেওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ২১শে জুলাইয়ের সমাবেশের পোস্টারে থাকবে শুধুই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ। থাকবে না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি।

শনিবার ২১শে জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১শে জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।একই সঙ্গে তিনি বলেন, “অভিষেক নিজেই বলেছেন ২১ শে জুলাইয়ের কর্মসূচিতে ছিলেন না। সেই কারণে শুধুই মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অভিষেক বলেছেন ২১শে জুলাইতে আমি ছিলাম না। তাই অভিষেকের ছবি থাকবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তোমরা ছিলে। এখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর এই শহিদ সমাবেশ করেন। যে সময় এই ঘটনা ঘটেছিল, সেই সময় যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, সেই কারণেই অভিষেক এ কথা বলেছেন।

আরও পড়ুন: ২৬-র ভোটের আগে মিল কেষ্ট-কাজলের!

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের কী ভাবে উজ্জীবিত করা হবে তা ঠিক করতেই আজকের এই বৈঠক। আগামী নির্বাচনকে সামনে রেখে ২১ জুলাই তৃণমূলের শীর্ষ নেতৃত্বর কাছে বড় চ্যালেঞ্জ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর জন্য কী নির্দেশ দেন সেই দিকে সকলেই তাকিয়ে। ইতিমধ্যে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গত কয়েক বছরের মতো এবারও রাজ্য কমিটির তরফে দেওয়া সিডি মেনেই পোস্টার ও ব্যানার করতে হবে। দলীয় কমিটির নামেই ওই ব্যানার হবে। কোনও ব্যক্তির নামে ব্যানার বা পোস্টার করা যাবে না।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News