Tuesday, October 7, 2025
spot_img
Homeবিহার ভোটের আগে জনগণনা ও জাতি গণনার ঘোষণা কেন্দ্রের

বিহার ভোটের আগে জনগণনা ও জাতি গণনার ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের আগে জাতি গণনার ঘোষণা কেন্দ্রীয় সরকারের। বিহারে ৬৩ শতাংশ অনগ্রসর শ্রেনীর বাসিন্দা। দীর্ঘ দিন ধরে বিরোধীরা জাতি গণনার দাবি জানাচ্ছিলেন। বুধবার কেন্দ্রীয় সরকার জানাল, জাতিগণনা ১ মার্চ ২০২৭ থেকে শুরু হবে। দুই ধাপে জাতিগণনা হবে। আগামী বছরের অক্টোবর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখে জনগণনা শুরু হবে। বরফাবৃত লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আগেই জনগণনা হবে। আগামী ১৬ জুন এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। সেন্সাস অ্যাক্ট ১৯৪৮ ও সেন্সাস রুলস ১৯৯০ অনুযায়ী ১০ বছর অন্তর এই জনগণনা হওয়ার কথা। কিন্তু ২০১১ সালের পর থেকে তা হয়নি। হিসেব অনুযায়ী, ২০২১ সালে হওয়ার কথা ছিল। ২০১১ সালে ভারতে ১২১ কোটি জনসংখ্যার গণনা হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.৭ শতাংশ।

২০২১ সালে করোনার জেরে জনগণনার উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়। প্রস্তুতি শুরু হয়েছিল। তবে লকডাউনের জেরে তা আর ফলপ্রসূ হয়নি। জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হবে। আগে প্রতি জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হত। তবে ১৯৭৬ সালের পর থেকে আসন বিন্যাস হচ্ছে না। ফলে ১৯৭১ সাল থেকেই লোকসভার আসন ৫৪৩ রয়ে গিয়েছে। অথচ জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এর ফলে লোকসভার আসন অনেক বেড়ে যেতে পারে। ৮৪৮-ও হতে পারে।

Read More

Latest News