Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeআজ রথ, এই মুহূর্তে দিঘায় কী অবস্থা? দেখুন সরাসরি

আজ রথ, এই মুহূর্তে দিঘায় কী অবস্থা? দেখুন সরাসরি

দিঘা: রথযাত্রা উপলক্ষে পুরীতে (Puri Rath Yatra 2025) জনজোয়ার। বৃষ্টিকে উপেক্ষা করেই লক্ষ লক্ষ ভক্ত সমাগম দিঘায় (Digha Rath Yatra 2025)। দেশজুড়ে পালিত হচ্ছে জগন্নাথের রথযাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সৈকত শহরের প্রথম রথযাত্রার সাক্ষী হতে সেখানে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সকাল থেকেই আকাশের মুখ ভার। পূর্ণিমার থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। চলছে বৃষ্টি এর মধ্যেই দিঘায় খোল করতাল বাজিয়ে দোল দিতে দিতে জগন্নাথের কাঠের মূর্তি রথে তোলার প্রক্রিয়া চলছে। দুপুরেই দিঘায় প্রথম বার রথের চাকা গড়াবে। তার আগে দিঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের পথে মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই সূচনা হবে রথযাত্রার।

জগন্নাথ মন্দির নির্মাণের পর এই প্রথমবার দিঘায় রথযাত্রা পালিত হতে চলেছে। শুক্রবার প্রথমবার আয়োজিত হতে চলেছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে পুজার্চনা, জোরকদমে চলছে রথযাত্রার শেষমুহূর্তের প্রস্তুতি। দিঘায় রথে চাপলেন বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা। রথে আনার পর শঙ্খধ্বনির সঙ্গে হয় আরতি। সকালের এই অনুষ্ঠানকে হল ‘পাহান্ডি বিজয়’। অর্থাৎ পায়ে হেঁটে রথে চড়েন জগন্নাথ। রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটে নাগাদ রথ টানা হবে। মুখ্যমন্ত্রীর উপহার দেওয়া সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করলেন তিনি। দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিঘার পাশাপাশি, প্রতি বছরের মতো এবারও পুরীতে রথযাত্রা ঘিরে সাজ সাজ রব। পুরীর রথে ভক্তদের ঢল নেমেছে।

আরও পড়ুন: বাংলাজুড়ে রথযাত্রা, দেখুন বিভিন্ন প্রান্তের ছবি

রথযাত্রায় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে জনজোয়ারে ভাসছে দিঘা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তা জুড়ে চলছে রথ। রথ টানা হবে মন্দিরের দক্ষিণ গেট দিয়ে। ১১৬-বি জাতীয় সড়ক ধরে রথ পৌঁছোবে মাসির বাড়ি পর্যন্ত। নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র অলিম্পিয়ান ও সাধুসন্তেরা রথের সামনে থাকতে পারবেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার থাকছে। রথ যে রাস্তা দিয়ে যাবে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

দেখুন ভিডিও

Read More

Latest News