Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeনেশনস লিগ ফাইনালে আজ রোনাল্ডো বনাম নতুন ‘মেসি’!

নেশনস লিগ ফাইনালে আজ রোনাল্ডো বনাম নতুন ‘মেসি’!

স্পোর্টস ডেস্ক: আজ (রবিবার) উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) ফাইনালে মুখোমুখি স্পেন (Spain) এবং পর্তুগাল (Portugal)। দুই প্রতিবেশী দেশের লড়াইকে ‘আইবেরিয়ার যুদ্ধ’ নামে আখ্যা দেওয়া হয়। তবে এবারের দ্বৈরথের অন্য এক মাহাত্ম্য আছে। কারণ এই ম্যাচে মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লামিনে ইয়ামাল (Lamine Yamal) যে দ্বৈরথকে প্রবীণ বনাম নবীন বলা যায়।

একজনের বয়স ৪০ বছর, কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। তবু এখনও নিয়মিত গোল করে চলেছেন। সেমিফাইনালে তাঁর গোলেই জার্মানিকে হারিয়েছে পর্তুগাল। অন্যদিকে আছেন ১৭ বছরের ইয়ামাল যাঁকে ভবিষ্যতের মহাতারকা বলা হচ্ছে। এমনকী তাঁকে লিওনেল মেসির উত্তরসূরি পর্যন্ত বলা হচ্ছে। নেশনস লিগের ফাইনালে এই মুখরোচক লড়াই দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব।

আরও পড়ুন: চিন্নাস্বামী কাণ্ডে বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, এবার কী হবে

স্পেন এবং পর্তুগাল দু’ দলেই প্রতিভার ছড়াছড়ি। তবে ফর্মের বিচারে এগিয়ে স্প্যানিশরা। সেমিফাইনালের প্রথমার্ধে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে তারা। শেষের দিকে ফরাসিরা ফিরে এলেও শেষ পর্যন্ত ৫-৪ ফলে জিতেছেন ইয়ামালরা। তাছাড়া ২০২৪ ইউরো কাপের চ্যাম্পিয়ন স্পেন, লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে নতুন করে স্বর্ণযুগের সূচনা হয়েছে সে দেশের ফুটবলে।

অন্যদিকে সবাইকে অবাক করে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। ২০০০ সালের পর এই প্রথম জার্মানদের হারাল পর্তুগিজরা। রোনাল্ডো ছাড়াও দলে আছেন ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভা, রাফায়েল লিয়াওয়ের মতো তারকা। কাজেই খেলা হবে হাড্ডাহাড্ডি। মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় ট্রফি কার হাতে উঠবে সেটাই দেখার।

দেখুন আরও খবর:

Read More

Latest News