Tuesday, September 9, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসৌরসেনীর সিলভার বোল্ড লুকে ছ্যাঁকা খাচ্ছেন নেটপাড়া

সৌরসেনীর সিলভার বোল্ড লুকে ছ্যাঁকা খাচ্ছেন নেটপাড়া

কলকাতা: টলিপাড়ার চেনা মুখ সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। বর্তমানে তিনি খুবই ব্যস্ত থাকেন। কলকাতা- মুম্বইতে যাতায়াত যেন লেগেই রয়েছে। এবার সকলের চোখ আটকেছে অভিনেত্রীর সোশ্যাল পেজে। একেবারে বোল্ড লুকে নেটপাড়ায় আগুন ঝরাচ্ছেন টলি নায়িকা। ‘সিলভার গার্ল’ হয়ে ধরা দিলেন সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra Look Bold)। দেখুন লাস্যময়ী সৌরসেনীর আগুন ঝরানো ছবি…

একের পর এক নামী পরিচালকের ছবিতে কাজ করছেন সৌরসেনী। তাঁর কেরিয়ারে এখন বৃহস্পতি তুঙ্গে বলা যায়। কাজের পাশাপাশি চুটিয়ে ফটোশুটও করছেন। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সৌরসেনী। সিনেমায় তার সফর শুরু হয় বেদব্রত পাইনের ঐতিহাসিক ছবি ‘চিটাগং’-এর মাধ্যমে।একের পর এক সিনেমার মাধ্যমে বাংলার দর্শকদের নজর কেড়েছেন সৌরসেনী। পেয়েছেন প্রশংসা। ‘ আমার বস’-এ রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌরসেনি এই ছবিতে। তাঁর ফিল্মি কেরিয়ারে এ এক বিরাট প্রাপ্তি। এখন হিন্দি-বাংলা দুই মাধ্যমেই অভিনয় করছেন সৌরসেনী। আপাতত ব্যস্ত চুটিয়ে কাজ করতে। আর কাজের ফাঁকে ঘোরার সুযোগও ছাড়েন না অভিনেত্রী। এবার অভিনেত্রীকে দেখা গেল একেবারে বোল্ড অবতারে।

আরও পড়ুন:বিনোদিনী রূপে চমকে দিলেন শুভশ্রী!

বহু নেটিজেন সৌরসেনীর তুলনা টেনেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। বলিউড নায়িকার লুকের সঙ্গে সৌরসেনীর মিল খুঁজে পান অনেকে। সৌরসেনীর ছবি দেখে অনেকেই বলেন ‘বাংলার দীপিকা পাডুকোন…।’ অভিনেত্রী কখনও ওয়ানপিস বিকিনি বা বডিস্যুটে ধরা দেন, তো কখনও সবুজ স্টট ড্রেসে তাক লাগান। এবার সৌরসেনীকে দেখা গেল ‘সিলভার গার্ল’ লুকে। এবার এক্কেবারে রূপোলি পোশাকে ঝড় তুললেন তিনি। সিলভার স্পিল্ট ড্রেসে উষ্ণ করলেন নেটপাড়া। সিলভার পোশাক, মানানসই গয়না ও মেকআপে তিনি যেন অনন্যা। তার সঙ্গে নজর কেড়েছে তাঁর এক্সপ্রেশন।তাঁর বোল্ড লুকে ঘায়েল এখন নেটপাড়া। ‘তোমার এত সুন্দর হওয়ার কোনও অধিকারই নেই’- সুন্দরী বলেই কি নেটপাড়ায় নিজের ছবিতে এমন ক্যাপশন দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় এই নায়িকা?

 

View this post on Instagram

 

A post shared by Sauraseni Maitra (@sauraseni1)

 অন্য খবর দেখুন

Read More

Latest News