Monday, January 26, 2026
Homeরাস্তার উপর যুবকের গলাকাটা দেহ উদ্ধার!

রাস্তার উপর যুবকের গলাকাটা দেহ উদ্ধার!

ওয়েব ডেস্ক: ফের মুণ্ডুহীন দেহ উদ্ধার। এবার অকুস্থল আসানসোল (Asansol)। কুলটি থানার অন্তর্গত সীতারামপুর-এথোড়া রোডে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবক জামুড়িয়ার বাসিন্দা দেব সিংহ। ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ। প্রাথমিক অনুমান, মৃত যুবক দেব সিং ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন। তবে ঘটনা দুর্ঘটনা না পরিকল্পিত খুন খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: আট জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় রয়েছে?

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে সীতারামপুর এথোড়া রোডের পাশে রক্তাক্ত অবস্থায় দেব সিংয়ের দেহ দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে কুলটি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, যুবকের গলায় আঘাতের চিহ্ন মিলেছে। যা প্রাথমিকভাবে ধারালো অস্ত্রের আঘাত বলে মনে করা হচ্ছে। আঘাতের ধরন এবং ঘটনার পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশ এখনও নিশ্চিত নয় যে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু না কোনও অপরাধমূলক ঘটনা। সূত্রের খবর, দেব সিং জামুড়িয়ার নিঘা এলাকার একজন পরিচিত বাসিন্দা ছিলেন। নিয়মিত ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতেন তিনি। ঘটনায় শোকস্তব্ধ দেব সিংয়ের পরিবার। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি পরিবারের।

দেখুন আরও খবর:

Read More

Latest News