Friday, August 1, 2025
HomeBig newsএবার ভেঙে পড়ল হেলিকপ্টার, কেদারনাথে হুলুস্থুল কাণ্ড
Helicopter Crash In Kedarnath

এবার ভেঙে পড়ল হেলিকপ্টার, কেদারনাথে হুলুস্থুল কাণ্ড

মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ড এলাকার ঘন জঙ্গলে আছড়ে পড়ে কপ্টারটি

Follow Us :

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডে আবারও ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা (Helicopter Crash)। কেদারনাথ (Kedarnath) ধাম থেকে গুপ্তকাশির দিকে যাত্রা করার সময় মাঝ আকাশে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার জেরেই ঘটে গেল এই দুর্ঘটনা। সূত্রের খবর, ওই হেলিকপ্টারটিতে পাইলট-সহ মোট ছ’জন যাত্রী ছিলেন। সকালেই কেদারনাথ থেকে গুপ্তকাশির উদ্দেশে যাত্রা করেছিল কপ্টারটি। তবে মাঝপথেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ড এলাকার ঘন জঙ্গলে আছড়ে পড়ে। স্থানীয় মানুষজন বিকট শব্দ শুনে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ।

রবিবার ভোর ৫টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA)। যাত্রীদের বাড়ি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF ও SDRF)। উদ্ধারকাজ চলছে জোর কদমে। গৌরীকুণ্ডের গভীর জঙ্গলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দল।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে বরখাস্ত কেরলের আধিকারিক

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে লিখেছেন, “রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, প্রশাসন ও অন্যান্য দল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের আশীর্বাদে সকল যাত্রী নিরাপদে থাকুন এই প্রার্থনা করছি।”

এই দুর্ঘটনা আরও একবার আকাশপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। কারণ এর মাত্র কয়েক দিন আগেই, ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডনগামী একটি বিমান রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংয়ে ধাক্কা মেরে ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাণ হারান ২৪১ জন যাত্রী সহ আরও অনেকে।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39