Monday, August 25, 2025
HomeScrollপাঞ্জাবের ফিরোজপুরে পাক ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন, নিশ্চিত করল স্থানীয় কর্তৃপক্ষ

পাঞ্জাবের ফিরোজপুরে পাক ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন, নিশ্চিত করল স্থানীয় কর্তৃপক্ষ

ওয়েব ডেস্ক: পেহেলগাম কাণ্ডের ১৫দিনের মাথায় ভারত ‘অপারেশন সিঁদুর’ জারি করে। আর তাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাটিতে হানা দেয় ভারতীয় সেনা। আর তারপরেই পাকিস্তান গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালায়। তারই পরিপ্রেক্ষিতে ভারতও পালটা হানা করে, এবং পাকিস্তানের ৫০টি ড্রোন ভেঙে গুঁড়িয়ে দেয়। তারপরেই একাধিক বৈঠকে বসে কেন্দ্র।

তবে সেসবের মাঝেই ফের শুক্রবার রাতে শুরু হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলা।

জম্মু কাশ্মীরে যেমন মুহুর্মুহু শুরু হয়েছে গোলা বারুদ বর্ষণ, তেমনভাবেই এবার অমৃতসরে সুরু হয়েছে পাকিস্তানি গোলা বারুদ হামলা। ইতিমধ্যেই পাকিস্তানে ৫টি গোলা বর্ষণের আওয়াজ শুনতে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। ভারতও পাল্টা শুরু করেছে হামলা। আর শেষ পাওয়া খবর অনুযায়ী পাঞ্জাবে পাকিস্তানি ড্রোন ধ্বংস করল ভারত। তবে এবার জানা যাচ্ছে, জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে শোনা গেল বিস্ফোরণের শব্দ।

আর এবার জানা যাচ্ছে, পাঞ্জাবের ফিরোজপুরে পাক ড্রোন হামলা। পাঞ্জাবের ফিরোজপুরে গাড়িতে লাগল আগুন। পাক ড্রোন হামলার জেরেই এই আগুন। ফিরোজপুরে পাক ড্রোন হামলায়, আগুন লাগে। ঘটেছে ফিরোজপুর থেকে ১২কিমি দূরে। পাকিস্তানের ড্রোন হামলায়, একই পরিবারের বেশকিছুজন আহত। অর্থাৎ পাকিস্তানের ড্রোন ফের জনবসতি এলাকায় আঘাত হানল। আর এই ঘটনার পরেই পাঞ্জাবের ফিরোজপুরে পাক ড্রোন হামলা সঠিক বলে জানানো হল স্থানীয় কর্তৃপক্ষের তরফে।

পাক ড্রোন হামলায় স্থানীয়রা আহত এই খবর আসার পরেই, পাঞ্জাবের ফিরোজপুরের পুলিশ শুরু করেছে তদন্ত, আর তাতেই এই কথা নিশ্চিত করা হয়।

 

Read More

Latest News