Monday, December 15, 2025
HomeScrollবন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
Australia

বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!

পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে, দাবি পুলিশের

ওয়েব ডেস্ক : রক্তাক্ত অস্ট্রেলিয়া (Australia)। বন্দুকবাজের হামলায় (Gunman attack) সেখানে মৃত্যু (Death) হল বহু মানুষের। জানা গিয়েছে, ইহুদিদের একটি উৎসব চলাকালীন এই ভয়াবহ ঘটনা ঘটে। এই ঘটনায় সঙ্গে দুই আততায়ী জড়িত বলে জানা গিয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য একজনের মৃত্যু পুলিশের (Police) গুলিতে হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, সিডনির (Sydney) বন্ডি সমুদ্র সৈকতে চলছিল ইহুদিদের উৎসব। সেখানে একটি শিশু পার্কের কাছে ‘হানুককাহ’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীরা ভিড় লক্ষ করে ৫০টি গুলি চালিয়েছিল। তার জেরেই ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ জন।

আরও খবর : ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?

তদন্তকারীরা জানিয়েছেন, পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। সেই সময় পুলিশের গুলিতে এক আততায়ীর মৃত্যু হয় বলে খবর। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে অপর দুষ্কৃতীকে।

এই ঘটনার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)। সেখানে দেখা গিয়েছে, এক বন্দুকবাজ পথচারীরর দিকে নিজের বন্দুক তুলে রেখেছেন। অন্যজন একটি সেতু থেকে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছিল। এই ভয়াবহ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News