Thursday, January 1, 2026
HomeScrollকিলার পোজে মিরর সেলফিতে কে এই নায়িকা
Mirror Selfie Riya Sen

কিলার পোজে মিরর সেলফিতে কে এই নায়িকা

ফিগার আরও বেশি স্পষ্ট, সাহসী পোজে সেলফি রিয়ার

কলকাতা: সামনে আয়না আর তার সামনে মিরর সেলফি (Mirror Selfie) নিতে ব্যস্ত এই অভিনেত্রী। কালো মনোকিনি পরে রয়েছেন, আয়না দিয়ে মেদহীন কোমর দেখা যাচ্ছে। কিলার পোজে মিরর সেলফিতে কে এই নায়িকা। কথা হচ্ছে অভিনেত্রী রিয়া সেনের (Mirror Selfie Riya Sen)। মহানায়িকা সুচিত্রা সেন যতটাই সুন্দরী ছিলেন, তাঁর আভাস দেখতে পাওয়া যায় তাঁর নাতনিদের মধ্যেও।রাইমা সেন সবার হৃদয়ে বিরাজ করেন। সেরকমই রিয়া সেনকে দেখেও রাতের ঘুম ওড়ে অনেক আচ্ছা আচ্ছা লোকের। তাঁর এক একটি লুকই কাউকে প্রেমে ফেলার জন্য যথেষ্ট! রিয়ার এই লুক বলে বলে টেক্কা দিতে পারে রাইমা সেনের হটনেসকে।

টলিউড ও বলিউড দু জায়গাতেই পরিচিত রিয়া সেন (Riya Sen)। এখন সেভাবে তাঁকে পর্দায় দেখা না গেলেও একসময় চুটিয়ে অভিনয় করেছেন সুচিত্রা সেনের নাতনি। বড়পর্দায় তুমুল হিট রিয়া সেন। মা মুনমুন সেন একসময় টলিউডে বিকিনি পরার সাহস দেখিয়েছিলেন। অভিনেত্রীর বোল্ড লুক সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে এখন। ৪০ পেরোলেও তাঁর যৌবন এখনও প্রশংসা করার মতো।

সামনে বড় একটি গোল আয়না আর তার সামনে মিরর সেলফি নিতে ব্যস্ত এই অভিনেত্রী। কালো মনোকিনি পরে রয়েছেন, আয়না দিয়ে মেদহীন কোমর দেখা যাচ্ছে।রাইমা সেনের ফিগার আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। কমপ্লিমেন্ট পেয়ছে তাঁর কার্ভ। কিলার পোজে মিরর সেলফি নিচ্ছেন তিনি। মোবাইলে মুখ ঢাকা, তাই দেখে বোঝা যাবে না ইনি কে। কোনওভাবেই তাঁর থেকে নজর সরছে না নেটিজেনদের। রিয়া এই মুহূর্তে গোয়াতে ভ্যাকেশনে রয়েছেন। আর এই ছবি সেখানকারই কোনও হোটেলের বিলাসবহুল ওয়াশরুম থেকে শেয়ার করেছেন।

আরও পড়ুন: কলকাতায় ১১ জানুয়ারি হচ্ছে না এ আর রহমানের শো

Read More

Latest News