ওয়েব ডেস্ক : ট্রেনের মধ্যে যুবতীকে ধর্ষণের চেষ্টা। অভিযোগ উঠল এক সেনা জওয়ানের (Soldier) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) এক রেলস্টেশনে দাঁড়ানো ট্রেনের মধ্যে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্তকে সেনা জওয়ানকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। সেদিন ঝাড়খণ্ডের রাঁচীর (Ranchi) একটি রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন ২২ বছরের একযুবতী। এর পরে ট্রেন এলে তাতে উঠে পড়েন তিনি। অভিযোগ এর পরেই ৪২ বঠরের সেনা জওয়ান তাঁর উপর চড়াও হয়। তাঁকে টেনে টেনেহিঁচড়ে একটি ফাঁকা কামরায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে সেই সময় ওই যুবতীর চিৎকার শুনতে পান আরপিএপ কর্মীরা। তাঁরা সেখানে যেতেই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। কিন্তু তাকে ধরে ফেলেন রেলের নিরাপত্তারক্ষীরা।
আরও খবর : অসমে রাজধানীর ধাক্কায় ৮ টি হাতির মৃত্যু, লাইনচ্যুত ৫ টি কামরা
এ নিয়ে আরপিএফের (RPF) তরফে জানানো হয়েছে, প্রথমে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত সেনা জওয়ান। কিন্তু তাঁকে তার পরেই আটক করা হয়। তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত সেনা জওয়ান উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। বর্তমানে পঞ্জাবে পটীয়ালা রেজিমেন্টে কর্মরত তিনি।
জানা গিয়েছে, ওই জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে তাঁকে হাজির করানো হয়েছিল আদালতে। অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। অন্যদিকে এই ঘটনা নিয়ে ওই যুবতীরও বয়ান সংগ্রহ করছে পুলিশ।
দেখুন অন্য খবর :







