কলকাতা: উৎসবের মরশুম পেরোতেই সোনার দাম স্থিতিশীল হয়ে এসেছে। ধনতেরস (Dhanteras) ও দীপাবলির (Diwali 2025) আগে টানা বৃদ্ধি পাওয়া সোনার দাম ৪,০০০ টাকারও বেশি কমে গেছে। বুধেও সেই পতনের ধারা অব্যাহত ছিল। সোনার দাম কমায় সাধারণ ক্রেতা খুশি হলেও, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে (Gold Rate Today)।
আজ, ২৪ অক্টোবর ২০২৫, সোনার দাম (টাকায়) হল:
-
২৪ ক্যারেট (Fine Gold 995) – ১ গ্রাম: ১২,২৫৫
-
২২ ক্যারেট (কেনার সময়) – ১ গ্রাম: ১১,৬৪৫
-
২২ ক্যারেট (বেচার সময়) – ১ গ্রাম: ১১,১৫২
-
১৮ ক্যারেট – ১ গ্রাম: ৯,৫৬০
-
রূপো (৯৯৯) – ১ কেজি: ১,৪৯,৮৪০
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্বর্ণশিল্প বাঁচাও কমিটি রাজ্যের স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীদের সুরক্ষা ও সহায়তা দিচ্ছে। বর্তমানে কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনায় বিনিয়োগের বিভিন্ন উপায় রয়েছে, সোনার গয়না, সোনার বার, ডিজিটাল সোনা। বিনিয়োগকারীরা এটিকে নিরাপদ ও দীর্ঘমেয়াদে লাভজনক মনে করেন। সোনার দাম বৃদ্ধি পেলে তা বিনিয়োগকারীর জন্য লাভজনক হয়, আবার দাম কমলে ক্রেতা সহজে সোনা কিনতে পারে।
দেখুন আরও খবর:







