ওয়েবডেস্ক- ২০২৬ শুরু হয়েছে। গ্রহ ও নক্ষত্রের পরিবর্তনে একাধিক রাশির (Zodiac Sign) কেরিয়ার (Career) থেকে ভাগ্যে (Luck) গুরত্বপূর্ণ সময় হতে চলেছে। এই বছরে শনি এই তিনরাশির জীবনে বরদান হয়ে আসছে। ফলে কেরিয়ার, ভাগ্য সব দিক দিয়ে উন্নতি হবে। এই সময়ের মধ্যে আর্থিকভাবে শক্তিশালী হবে এই তিন রাশি। শনির সুনজর পড়বে এই তিন রাশির জীবনে। এই বছর শনি দেব মীন রাশিতে গমন করবেন।
বৃষ রাশি- নতুন বছরে শনির প্রভাবে ভালো সময় আসতে চলেছে এই জাতক-জাতিকাদের জীবনে। এই রাশি একাদশ ঘরে অবস্থান করবে। ফলে ভাগ্যের চাকা ঘুরবে। আর্থিকভাবে উন্নতি হবে। ব্যবসায়ে লাভ হবে। পরিশ্রমের ফল পেতে শুরু করবে, এই রাশির জাতক-জাতিকার।
আরও পড়ুন- বছরের শুরুতেই ধাক্কা! জানুয়ারিতে বিচ্ছেদ ও কর্মক্ষেত্রের অশান্তির আশঙ্কা ৩ রাশির
তুলা রাশি- শনি তুলা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এই সময়ে তুলা রাশির জাতক-জাতিকাদের ইচ্ছা পূরণ হবে। এই সময়কালে তুলা রাশির জাতকরা শত্রুদের পরাজিত করতে সক্ষম হবে। ব্যবসায় দ্বিগুণ লাভের মুখ দেখবে এই রাশির জাতক-জাতিকাদের।
মকর রাশি- শনির গোচর খুবই গুরুত্বপূর্ণ। এই রাশির কেরিয়ার থেকে পারিবারিক সম্পর্ক সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। বিবাহের যোগ তৈরি হবে। স্বাস্থ্য ভালো যাবে। কর্মক্ষেত্রের সুখের মুখ দেখবেন আপনিও। যেকোনও কাজ সম্পন্ন করার পথে বাধা দূর হবে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







