Monday, October 27, 2025
HomeScrollছটপুজো শুরু গঙ্গা বা জলাশয় সূর্যের আবাহন
Chhath Puja 2025

ছটপুজো শুরু গঙ্গা বা জলাশয় সূর্যের আবাহন

আর কী কী নিয়ম?

চাকদহ: দীপাবলি (Diwali 2025) শেষ হতেই শুরু হয়েছে ছটপুজো (Chhath Puja 2025)। সোমবার সকাল থেকেই চাকদহে (Chakdah) ছটপুজোর (Chhath Puja 2025) প্রস্তুতিতে ব্যস্ত ভক্তরা। এই পুজোর অন্যতম রীতি অনুযায়ী আজ থেকে নিরামিষ ভোজন শুরু হয়। গঙ্গাস্নানের মাধ্যমে পুণ্যার্থীরা সূর্য আরাধনা করেন।

সন্ধ্যা নামতেই শুরু হয় সূর্যের আবাহন। কোমর অবধি জলে নেমে ভক্তরা পশ্চিমমুখে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে প্রণাম জানান। এর পর গঙ্গাস্নান সেরে মাথায় কুলো নিয়ে সূর্যদেবকে অর্পণ করে প্রত্যেকে বাড়ি ফেরেন।

আরও পড়ুন: রাতেই ফ্রিজ হবে ভোটার তালিকা! কী হতে চলেছে? দেখুন বিগ আপডেট

আগামীকাল ভোরে সূর্যোদয়ের আগেই আবার শুরু হবে অর্ঘ্যদান। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত গঙ্গার জলে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশে প্রার্থনা করবেন পুণ্যার্থীরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News