ওয়েব ডেস্ক: আসছে বছর আবার হবে বলেই এবছরের মত মা-কে বিদায় জানাতে হয়েছে বঙ্গবাসীর। ভারাক্রান্ত মন হলেও উৎসবমুর দিনে হাসিমুখেই মায়ের বিদায় দেয় মর্ত্যবাসী। দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চলেও ২০২৫-র মত পুজো সাঙ্গ হয়েছে। তবে যমুনা দূষণ ঠেকাতে সেখানে বিসর্জন পর্ব হয়েছে অস্থায়ী পুকুরে।
প্রতিটি জেলাশাসক কার্যালয় থেকে আগেই প্রতিটি পুজো কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কৃত্রিম পুকুরের তালিকা। শুধুমাত্র দিল্লিতেই সেই সংখ্যা ১৫১। কোন পুজোর প্রতিমার বিসর্জন কোথায় হবে, তাও নির্দেশ করা হয়েছে। দিল্লিতে যমুনা দূষণ ঠেকাতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী, বিভিন্ন মণ্ডপ সজ্জাও হয়েছে পরিবেশবান্ধব জিনিস ব্যাবহার করে।
আরও পড়ুন:
শহর কলকাতায় আগামী রবিবার পুজো কার্নিভাল। বেশ কিছু বিসর্জন পর্ব সাড়া হলেও এখনও বড় পুজো গুলোর বিসর্জন বাকি রয়েছে। সেই কারণে পুজো পুজো মরশুম এনও শেষ হয় নি বাঙালির মনে প্রাণে। তবে সব দিক বিবেচনা করে এবং নিরাপত্তা খতিয়ে দেখেই প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একগুচ্ছ বিধি নিষেধ।
দেখুন খবর: