Thursday, August 28, 2025
HomeScrollযোগী-রাজ্যে এনকাউন্টার!

যোগী-রাজ্যে এনকাউন্টার!

৯টি মামলায় মোস্ট ওয়ান্টেড ছিল শঙ্কর কানৌজিয়া

ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশ (Uttar Pradesh) পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শনিবার ভোরে এক বিশেষ অভিযানে কুখ্যাত অপরাধী শঙ্কর কন্যৌজিয়াকে গুলি চালনার ঘটনায় হত্যা করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুষ্কৃতীর মাথার উপর আগে থেকেই এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল।

শঙ্কর কন্যৌজিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র পাচারের মামলা দায়ের রয়েছে। স্থানীয় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সে। পুলিশের বহু প্রচেষ্টা সত্ত্বেও এতদিন ধরে সে ধরা-ছোঁয়ার বাইরে ছিল।

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি!

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে এসটিএফ জানতে পারে যে কন্যৌজিয়া আজমগড় জেলায় লুকিয়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এসটিএফের একটি দল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তখনই দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিতে গুরুতর জখম হয় কন্যৌজিয়া। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র, একাধিক কার্তুজ ও কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসটিএফ-এর এক সিনিয়র অফিসার বলেন, “শঙ্কর কন্যৌজিয়ার মৃত্যু আমাদের জন্য বড় সাফল্য। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠেছিল। তার মৃত্যুতে আজমগড় ও আশেপাশের জেলায় স্বস্তি ফিরবে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কন্যৌজিয়ার ভয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন আতঙ্কে ছিল। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরেছে বলে তারা মত প্রকাশ করেছেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News