পীযুষ সরকার, গঙ্গারামপুর: সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে গঙ্গারামপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে দফতরের বড়বাবু অখিল পালকে চম্পক সূত্রধর নামে এক মুহুরীর কাছ থেকে টাকা গ্রহণ করতে। তবে ভিডিওটির সত্যতা এখনও যাচাই করেনি কলকাতা টিভি।
সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে দাবি করা হয়েছে, ঘুষের বিনিময়ে দফতরের কাজ করানো হয় এবং মোহরী চম্পক সূত্রধরের হাত ধরেই গঙ্গারামপুর টাউন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি অসিত মালাকার লক্ষ লক্ষ টাকা লুট করছেন। অভিযোগে আরও বলা হয়েছে, চম্পক সূত্রধর অসিত মালাকারের “ডানহাত’।
আরও পড়ুন- সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার গঙ্গারামপুর টাউন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির
যদিও, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গঙ্গারামপুর টাউন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি অসিত মালাকার।
তিনি জানান, এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে। আমি আইনের দ্বারস্থ হবেন।
দেখুন আরও খবর-







