কাটোয়া: দুর্গাপুজোকে (Durga Puja) সামনে রেখে কাটোয়ায় (Katwa) শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সারা বছর ধরে নানাধরনের হস্তশিল্প, খাবারদাবার এবং গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী তৈরি করেন। পুজোর মরশুমে সেইসব জিনিসপত্র বিক্রির জন্য বিশেষ স্টল খোলা হয়েছে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, শান্তিপুরে শুরু হল প্রবেশ তোড়ন নির্মাণের কাজ
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রতিনিধিরা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং স্থানীয় মানুষজন। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহিলাদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছেন। এই ধরনের স্টল তাঁদের কাজে উৎসাহ জোগাবে।” স্টল চালু হওয়ায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের আশা, পুজোর বাজারে বিক্রি বাড়বে এবং আর্থিকভাবে লাভবান হবেন তাঁরা।
দেখুন আর খবর: