Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যিশু

সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যিশু

কলাকা: দু’বছর পর আবার পর্দায়  ফুটে উঠবে সৃজিত মুখোপাধ্যায় (Directed Srijit Mukherji)-যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ‘ম্যাজিক’। সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re)। ছবির কিছু লুক ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ার পাতায় ঘুরছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রাত্য বসু, ইশা সাহার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশুকে। 

 ‘জাতিস্মর’, ‘এক যে ছিল রাজা’ এবং ‘দশম অবতার’-এর পর ফের সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করবেন যিশু সেনগুপ্ত। ইন্ডাস্ট্রির অন্দরে কান প, সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিনেতা। ছবিতে যিশুকে নিত্যানন্দর চরিত্রে দেখা যেতে পারে। একসময়ে টেলিপর্দায় ‘মহাপ্রভু’র চরিত্র দিয়েই দর্শকদের অন্দরমহলে জায়গা করে নিয়েছিলেন যিশু। জানা গেল, যিশু আপাতত লন্ডনে রয়েছেন নতুন কাজের সূত্রে। সেখান থেকে ফিরলেই অভিনেতার লুক সেট করবেন নির্মাতারা।

আরও পড়ুন: পরপর ছবি থেকে বাদ পড়ছেন দীপিকা! কেন?

প্রসঙ্গত, ছোট পর্দায় একসময় শ্রী চৈতন্য রূপে যিশুকে দেখে ছিলেন দর্শকরা। তাঁর কাজ দর্শকদের মুগ্ধ করেছিল, বাঙালির মনে আজও নায়কের গৌরাঙ্গ রূপ আঁকা। অভিনেতার কেরিয়ারেও ‘মহাপ্রভু’ বিরাট ভূমিকা পালন করে। ২৯ বছর পর সেই বৃত্তই যেন পূর্ণ হতে চলেছে। চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে।ইতিমধ্যেই লক্ষ্মীপ্রিয়া রূপে ছোট পর্দার পরিচিত মুখ আরাত্রিকা মাইতি ও অলোকানন্দা গুহর বিষ্ণুপ্রিয়া লুকের ছবি প্রকাশ্যে এসেছে। তাছাড়াও ছবিতে গিরিশ ঘোষের ভূমিকায় থাকছেন ব্রাত্য বসু। তাঁর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। বিনোদিনীর চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News