Thursday, October 23, 2025
HomeScrollকাসবা-গরফা, দীপাবলি রাতে ‘মোলেস্টেশন’ ও ছাত্রপিটুনি
Kolkata

কাসবা-গরফা, দীপাবলি রাতে ‘মোলেস্টেশন’ ও ছাত্রপিটুনি

দুই ঘটনাতেই আলাদা এফআইআর দায়ের হয়েছে

কলকাতা: দীপাবলির (Diwali 2025) রাতেই দক্ষিণ কলকাতার (South Kolkata) কসবা (Kasba) ও গরফায় (Garfa) দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য। একদিকে গরফায় এক মহিলার অভিযোগ, পরিচিতের স্বামী আচমকা তাঁকে স্পর্শকাতর স্থানে অনুচিতভাবে স্পর্শ করেন। অন্যদিকে, কসবায় কয়েকজন নেশাগ্রস্ত যুবকের ‘নুইস্যান্স’ বন্ধ করতে গেলে এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে।

দুই ঘটনাতেই আলাদা এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। কাসবার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে, অন্যদিকে গরফায় ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণ মামলার তদন্তে বড় অগ্রগতি, দ্রুত চার্জশিটের ইঙ্গিত

স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, উৎসবের সময়ে এবং তার পরের রাতে কমিউনিটি প্যাট্রোলিং আরও বাড়াতে হবে। অভিযোগ উঠেছে, কাসবায় কিছু বাড়ির ‘সাইলেন্স–উইন্ডো’ ভাঙার ঘটনাও ঘটেছে, যা পুলিশের তদন্ত তালিকায় যুক্ত হচ্ছে।

দীপাবলির পরদিন থেকেই ওই এলাকাগুলিতে অতিরিক্ত টহল শুরু হয়েছে বলে কাসবা থানার এক কর্তা জানিয়েছেন। পুলিশ প্রশাসনের বক্তব্য, উৎসবের পরবর্তী দিনগুলিতেও নিরাপত্তা ও জনশৃঙ্খলায় কোনও রকম ঢিলেমি থাকবে না।

দেখুন আরও খবর:

Read More

Latest News