Friday, October 10, 2025
HomeScroll১৪৪ বছরের ঐতিহ্য বজায় রেখে রংধামালিতে মহারাজ মেলা
Maharaj Mela in Rangdhamali

১৪৪ বছরের ঐতিহ্য বজায় রেখে রংধামালিতে মহারাজ মেলা

স্থানীয়দের কাছে এই দিনটি শুধু পুজোর নয়, উৎসবেরও

জলপাইগুড়ি: ১৪৪ বছরের ঐতিহ্য আজও অটুট। দশমীর (Dashami) নয় দিন পর ফের শুরু হল একদিনের দুর্গাপুজো (Durga Puja)। জলপাইগুড়ির (Jalpaiguri) তিস্তাপারের রংধামালি গ্রামে। স্থানীয়দের কাছে এই দিনটি শুধু পুজোর নয়, উৎসবেরও। পুজোকে কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী ‘মহারাজ মেলা’, যা চলবে পরবর্তী তিন দিন ধরে।

এই পুজো ঘিরে রয়েছে এক প্রাচীন লোককথা। কথিত আছে, দশমীর পর কৈলাসে ফেরার পথে দেবী উমা রংধামালি এলাকার এক আমবাগানে বিশ্রাম নেন। সেই আমবাগান ছিল তৎকালীন বৈকুন্ঠপুরের মহারাজের। দেবীর আগমনের কথা শুনে মহারাজ ও গ্রামবাসীরা সেবায় ব্রতী হন এবং সেখানেই পুজো শুরু হয়।

আরও পড়ুন: নাগরাকাটা, পুলিশের গ্রেফতারে বিজেপির সমালোচনার জবাব সুদীপ রাহার

পরবর্তীতে, দেবী স্বপ্নাদেশে মহারাজকে জানান, লক্ষ্মীপুজোর পরবর্তী বৃহস্পতিবার দিনটিতে প্রতিবছর পুজো অনুষ্ঠিত করতে হবে। সেই নির্দেশ মান্য করেই ১৪৪ বছর ধরে চলে আসছে এই একদিনের দুর্গাপুজো ও মহারাজ মেলা।

এদিন সকাল থেকেই মেলায় উপচে পড়ে ভিড়। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টির দোকান, নাগরদোলা ও আলোকসজ্জায় উৎসব মুখর রংধামালি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News