Friday, October 31, 2025
Home১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র আক্রমণ করলেন তিনি। গ্রামীণ রাস্তা, ১০০ দিনের কাজ, বাড়ি প্রকল্পে কোনও টাকা দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র। এমনই অভিযোগ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ওরা আমাদের টাকা দেবেনা, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিধানসভায় (Assembly) দাঁড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

বিধানসভায় বিভিন্ন বিষয় নিয়ে যেই সময় আলোচনা চলছিল , সেইসময় পঞ্চায়েত দফতরের বেশকিছু প্রশ্ন আসে। রাস্তা তৈরি থেকে, ১০০ দিনের কাজের টাকা নিয়ে বলতে গিয়েই কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন গত চার বছর ধরে কোনও খাতেই টাকা দেয়নি কেন্দ্র। শুধু তাই নয়, রাজ্যের টাকা অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর।  অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতেই বিধানসভায় তুমুল হই হট্টোগোল শুরু হয়। গর্জে ওঠেন বিজেপি বিধায়করা। আচমকাই উঠে দাঁড়িয়ে শ্লোগান তুলতে শুরু করেন শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ-সহ একাধিক বিজেপি বিধায়করা। তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা প্রতিবাদ করতে থাকেন।

আরও পড়ুন: পদ্ম ছেড়ে ঘাসফুলে সন্দেশখালির প্রতিবাদী নারীরা! কারা এলেন?

এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুমাত্র বাংলাই বঞ্চনার শিকার হচ্ছে। এমনকী, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে বাংলার সাংসদ ও প্রতিনিধি দল গেলেও, দেখা করেননি। এমনই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

দেখুন ভিডিও

Read More

Latest News