কলকাতা: গোয়েন্দাগিরি ছেড়ে এবার গায়ক শ্রীকান্ত তিওয়ারি! ‘ফ্যামিলি ম্যান ৩’ (The Family Man 3)-এর পয়লা ঝলকে উত্তেজনার পারদ চড়ালেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। কবে মুক্তি পাবে ‘ফ্যামিলি ম্যান ৩’?
পঁচিশ সালে দিওয়ালির মরশুমে মুক্তি পাবে তৃতীয় সিজন। তবে নিরাশ করলেন না ‘রাজ অ্যান্ড ডিকে’ জুটি! ছটপুজোর মরশুমে ‘ফ্যামিলি ম্যান ৩’-এর নতুন প্রোমো প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ চড়ালেন নির্মাতারা। নতুন সিজনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ইন্টেলিজেন্স অফিসার শ্রীকান্ত তিওয়ারি। চার বছরের বিরতিতে তার সংসারেও পরিবর্তন এসেছে। অভিনেত্রী আরও বলেন, কিন্তু আমাদের তিওয়ারি জি ৪ বছর ধরে একটা কাজই করে যাচ্ছেন। ভিডিওটির শুরুতে দেখা যায়, প্রিয়মণি গত চার বছরে তাদের পরিবারের নানা ঘটনার কথা বলছেন- মেয়ের কলেজে ভর্তি হওয়া, ছেলের ব্যালে শেখা ইত্যাদি। এরপর হাস্যরসের সঙ্গে তিনি যোগ করেন, “ঈশ্বরকে ধন্যবাদ, কিছু তো ভাল করলেন।… আর আমাদের প্রিয় তিওয়ারি জি চার বছর ধরে একটাই কাজ নিয়ে ব্যস্ত!”
আরও পড়ুন: পাঁচ দশক পেরিয়ে ফের বড়পর্দায় ‘অরণ্যের দিনরাত্রি’
তারপরই মনোজ বাজপেয়ী স্ক্রিনে, মনোজ গার্গেল করতে করতে প্রবেশ করছেন ঘরে। কিন্তু এই গুনগুন এক মিনিটের জন্য থেমে থাকছে না। পর পর দুটো সিরিজে দর্শককে মুগ্ধ করে এবার ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা বলাই বাহুল্য। এই সিজনের বড় চমক জয়দীপ আওলাত। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে নিমরত কৌরকে। আগামী ২১ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাচ্ছে ‘ফ্যামিলি ম্যান ৩’।
অন্য খবর দেখুন







