Friday, January 30, 2026
HomeScrollভোটার তালিকায় ম্যাপিংয়ে গড়মিল, শীর্ষে উত্তর ২৪ পরগনা, আছে কলকাতাও
Draft Voter List

ভোটার তালিকায় ম্যাপিংয়ে গড়মিল, শীর্ষে উত্তর ২৪ পরগনা, আছে কলকাতাও

নাম বাদ যাবে ২ কোটি! বিজেপির কথাই সত্যি হল?

ওয়েবডেস্ক- ২ কোটি! এই সংখ্যাটাই বিজেপি (Bjp) ও নির্বাচন কমিশনের (Election Commission) যৌথ চক্রান্তকে সিলমোহর দিল! বাংলার নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচন কমিশন যে কাজ করছে,  এই ২ কোটি সংখ্যাই তার জ্বলন্ত প্রমাণ।

SIR-এর শুরুর দিন থেকে বিজেপির নেতারা বলে আসছিল বাংলায় কোটি কোটি মানুষের নাম বাদ যাবে,  নির্বাচন কমিশন তাদের কথাই রাখল! এটা কাকতালীয় হতে পারে না। বাংলার সঙ্গে অন্যান্য একাধিক রাজ্যে SIR  প্রক্রিয়া শুরু হলেও সেখানে সময়সীমা বাড়ানো হয়েছে,  কিন্তু একমাত্র বাংলার ক্ষেত্রেই অতিরিক্ত সময় দেওয়া হল না। এটা কি চক্রান্ত নয়?  নোটবন্দির মতো SIR-এর নামে চক্রান্ত করে যেভাবে বাংলার মানুষকে হেনস্থা করে ভোটবন্দি করা হচ্ছে,  এর জবাব কিন্তু ষড়যন্ত্রকারীরা পাবে গণতান্ত্রিক উপায়ে।

শুক্রবার নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে দেখা গেছে যে, বাংলার ৩০,৫৯,২৭৩ জন ভোটারের কোনও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের শেষ SIR  তালিকার সাথে কোনও ম্যাপিং নেই। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে(কলকাতা দক্ষিণ লোকসভা আসনের অধীনে) সম্মিলিতভাবে ম্যাপবিহীন ভোটারের হার সর্বোচ্চ ১১.৫%। কলকাতা উত্তর এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র যথাক্রমে ৯.২% এবং ৯% ম্যাপবিহীন ভোটার নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা তালিকার শীর্ষে রয়েছে, যেখানে মোট ৮৩ লক্ষ ভোটারের মধ্যে ৮.৮% ভোটার ম্যাপ করা হয়নি। দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে এই হার যথাক্রমে ৩.৮%, ৬.১%, ২%, ১.৮%, ৫.৪% এবং ২.৬%।”বাংলার মোট ভোটারের এই চার শতাংশ ভোটারকে ERO/AERO-এর সামনে শুনানিতে উপস্থিত হতে হবে, এবং সংখ্যাটি আরও বাড়বে কারণ যেসব আবেদনকারী ফর্মে পিতামাতার লিঙ্ক ছাড়া অন্য কোনও আত্মীয়ের নাম দিয়েছেন তাদেরও শুনানির জন্য ডাকা হবে।

আরও পড়ুন-  রাজ্যবাসীর পাশে সরকার, খসড়া তালিকা প্রকাশের আগেই বার্তা তৃণমূলের

একজন ঊর্ধ্বতন কমিশনের কর্মকর্তা জানিয়েছেন, বংশ ম্যাপিং আবেদনকারীদের একটি উল্লেখযোগ্য শতাংশও নোটিশ পেতে পারে। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন যে, বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এই সাতটি জেলায় ম্যাপিংবিহীন ভোটারদের একটি উল্লেখযোগ্য পরিমাণে উচ্চ শতাংশ পাওয়া যাবে। অন্যদিকে, কলকাতার মতো একটি নগর কেন্দ্রেও অ-ম্যাপযুক্ত ভোটারদের শতাংশ বেশি পাওয়া গেছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের দার্জিলিং, মাটিগাড়া-নকশালবাড়ি এবং শিলিগুড়ির মতো উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলিতে ১২.২%, ১১% এবং ৯.৪% ভোটার নন-ম্যাপেড।

উত্তরবঙ্গের দার্জিলিং, মাটিগাড়া-নকশালবাড়ি এবং শিলিগুড়ির মতো বিধানসভা কেন্দ্রগুলিতে ১২.২%, ১১% এবং ৯.৪% ভোটার নন-ম্যাপেড। সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে, উত্তর ২৪ পরগনা তালিকার শীর্ষে রয়েছে যেখানে মোট ৮৩ লক্ষ ভোটারের মধ্যে ৮.৮% ভোটার ম্যাপিং করা হয়নি। দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে এই হার যথাক্রমে ৩.৮%, ৬.১%, ২%, ১.৮%, ৫.৪% এবং ২.৬%।

দেখুন আরও খবর-

Read More

Latest News