Wednesday, December 3, 2025
HomeScrollসি-থ্রু পোশাকে স্পষ্ট মিমির স্তন, আগুন ঝরানো লুক দেখে হাঁ ভক্তরা
Mimi Chakraborty

সি-থ্রু পোশাকে স্পষ্ট মিমির স্তন, আগুন ঝরানো লুক দেখে হাঁ ভক্তরা

মিমি 'বাংলার উরফি জাভেদ'

কলকাতা: উরফি জাভেদের সঙ্গে তুলনা করা হল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। মিমি চক্রবর্তী তাঁর অভিনয় যেমন প্রশংসিত তেমনি তাঁর স্টাইল একেবারেই আলাদা অন্য সকলের চেয়ে। রক্তবীজ ২-তে মিমিকে দেখা গিয়েছে বিকিনি লুকসে, যা রীতিমতো ঘাম ঝরানো। মেদহীন শরীরে বোল্ড লুকে বড়পর্দায় নায়িকাকে দেখা গিয়েছিল। শহরের এক অ্যাওয়ার্ড সেরেনামিতে যোগ দিতে বোল্ড অ্যান্ড গ্ল্য়ামারাস লুকে ধরা দিলেন মিমি।

শহরের এক পাঁচতারা হোটেলে গ্ল্যামারস লুকে দেখা গেল প্রাক্তন সাংসদ মিমিকে। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে কালো রঙের লেসের সি-থ্রু পোশাকে দেখে নেটিজেনের একাংশ যেমন প্রশংসা করলেন, তেমনি তাঁকে ট্রোলড করতেও ছাড়লেন না। ন্যুড অন্তর্বাসের উপর সি-থ্রু লেসের গাউন পরেছিলেন মিমি। শরীরের ওপরের অংশ বেশ স্বচ্ছ। পোশাকের ফাঁকে স্পষ্ট তাঁর সুডৌল স্তনযুগল। সঙ্গে তাঁর মানানসই মেকআপ ও পনিটেল করে বাঁধা চুল, তাঁকে আরও স্টানিং করে তুলেছিল।

আরও পড়ুন:ভক্তিরসে মজে শুভশ্রী, ইয়ালিনির জন্মদিনে নাচলেন হরিনাম সংকীর্তনে

মিমির এই আগুন ঝরানো লুক দেখে হাঁ ভক্তরা। মিমির এই লুকসের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে ট্রোলারদের সংখ্য়াও কম নয়। যদিও খোলামেলা পোশাক নিয়ে মন্তব্যের মুখে পড়া এখন অভিনেত্রীদের জন্য জলভাত। ভিডিওর কমেন্ট বক্সে কেউ লিখলেন, ‘উরফি জাভেদ লাইট’ , কেউ আবার বললেন, ‘দিন দিন টলিউড নায়িকাদের রুচি বিগড়ে যাচ্ছে’।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

অন্য খবর দেখুন

Read More

Latest News