Thursday, October 30, 2025
Homeবানভাসি গুজরাট, গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২ জনের, ভাসছে বাণিজ্যনগরীও

বানভাসি গুজরাট, গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২ জনের, ভাসছে বাণিজ্যনগরীও

ওয়েবডেস্ক-  অবিরাম বৃষ্টিতে (Heavy Rain) জলের তলায় গুজরাট (Gujrat)। বন্যায় (Flood) গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা ২২। প্রবল দুর্যোগে বিপর্যস্ত এই রাজ্যটি। উদ্ধারে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে, তার মধ্যে রয়েছে সৌরাষ্ট্র (Saurashtra) । ক্ষতিগ্রস্ত আমরেলি জেলা। গবাদি পশুদেরও নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

বোটাদে একটি গাড়ি নদীর স্রোতে ভেসে যাওয়ার পর চারজনের দেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ২২। জাতীয় বিপর্যয় মোকাবিলা একজন কর্মকর্তা জানিয়েছেন, বোটাদ জেলায় ৯ যাত্রী নিয়ে একটি ইকো গাড়ি যাচ্ছিল। এদের মধ্যে এখনও নিখোঁজ তিনজন, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে চারজনের। এছাড়াও বিভিন্ন জেলায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। সৌরাষ্ট্রে অবিরাম বৃষ্টি বন্যার রূপ নিয়েছে। তীব্র স্রোতে ভেসে যেতে দেখা গেছে স্থানীয়দের।

মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গুজরাটের ভাবনগর জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি টিম। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে জুনাগড়, দ্বারকা, পোরবন্দর, আমরেলি, রাজকোট, ভাবনগর, কচ্ছ, ভালসাদ, গান্ধীনগর, সুরাত ও পাটনে।

আরও পড়ুন- ওড়িশায় ভয়ঙ্কর কলেরার প্রকোপ, মৃত ১১, আক্রান্ত ২ হাজারের বেশি

এনডিআরএফ ষষ্ঠ ব্যাটেলিয়নের টিম কমান্ডার ইন্সপেক্টর বিনয় কুমার ভাটি জানিয়েছেন, তাদের উদ্ধার কাজে জোরকদমে কাজ করছে। গ্রামের রাস্তাগুলি অত্যন্ত সরু হওয়ার জন্য প্রায় সব রাস্তাই জলবন্দি।

রাজ্য জরুরি কমিশনার অলোক পান্ডে বলেছেন যে গত দুই দিন ধরে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল একটি উচ্চ-স্তরের পর্যালোচনা সভা করেছেন। তিনি ২৫টি ক্ষতিগ্রস্ত জেলার জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে তাদের জীবন ও সম্পত্তির সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বোটাদে, মঙ্গলবার খাম্বাদা বাঁধের দরজা খুলে দেওয়া হয়েছে টানা বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পাওয়ার পর, জলাবদ্ধতা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

অপরদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগীর মুম্বই। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কৃত্রিম জলাধার পাওয়াই হ্রদ বুধবার ভোরে উপচে পড়তে শুরু করে। গত ৪৮ ঘন্টা ধরে ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে জলস্তর উপচে পড়েছে, যার ফলে জলস্তর ১৯৫.১০ ফুটে পৌঁছেছে।

দেখুন আরও খবর-

 

 

 

Read More

Latest News