Tuesday, January 27, 2026
HomeScroll‘দেওয়ালের ও আছে কান’ নববর্ষে শ্রোতাদের মজার গান উপহার সঙ্গীত পরিচালক রাজকুমার...

‘দেওয়ালের ও আছে কান’ নববর্ষে শ্রোতাদের মজার গান উপহার সঙ্গীত পরিচালক রাজকুমার সেনগুপ্তের

ওয়েবডেস্ক:  ‘দেওয়ালের ও আছে কান’ ( Dewaler O Ache Kaan ) এটি একটি প্রবাদ বাক্য হলেও এই শীর্ষকে একটি মজার গান বেঁধেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক রাজকুমার সেনগুপ্ত (Rajkumar Sengupta)। পয়লা বৈশাখকে সামনে রেখেই রাজকুমার তাঁর প্রিয় শ্রোতাদের একটি মজার গান উপহার দিলেন। ‘দেওয়ালের ও আছে কান’ এই গানটির রচয়িতা রাজকুমার, গায়ক শিলাজিৎ (Silajit Majumdar) ও অভিনেত্রী রিমঝিম মিত্র (Rimjhim)। তিন জনের যৌথ উদ্যোগেই গানটি সাফল্য লাভ করেছে।

আরও পড়ুন: রূপমের ৬০তম সংগীত অনুষ্ঠান ‘খাস একক’ এর অপেক্ষায় তার ভক্তরা

রাজকুমার জানিয়েছেন, “একটা আন্তর্জাতিক সিনেমা দেখে এই আইডিয়া মাথায় আসে ৷ যেমন ভাবা তেমন কাজ। আসলে দেওয়ালের কান আছে ৷ সেটা মাথায় রেখেই এই পরিকল্পনা। কারণ আমি মনে  করি, দেওয়াল হল আমাদের সব কথার সাক্ষী থাকে।

রাগ, অভিমান, কান্না, হাসি, সব কথার নীরবে সাক্ষী। দেওয়ালকে মাঝখানে রেখেই কত বিচ্ছেদ আবার কত সম্পর্ক জুড়েছে।

এই গান গাইবার জন্য শিলাজিতের কথাই মনে পড়েছে সবার আগে। কারণ আমার মনে হয়েছে, এই গান শিলাজিৎ ছাড়া আর কেউ গাইতে পারত না।

দেখুন অন্য খবর:

Read More

Latest News