কলকাতা: বইছে উত্তুরে হাওয়া, ১৬ ডিগ্রি নীচে শহরের তাপমাত্রা। ঠান্ডা জমিয়ে উপভোগ করছেন শহর-জেলাবাসী। এই আবহাওয়ায় পারদ চড়ালেন নবনীতা দাস। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন জিতুর প্রাক্তন বাচ্চা বউ। আর শীতের আমেজ গায়ে মেখে থাইল্যান্ড থেকে বোল্ড অবতারে ধরা দিলেন নবনীতা। টুকটুকে লাল রঙের সুইম স্যুটে ধরা দিয়েছেন নবনীতা (Nabanita Das Red Monokini)।যা দেখে শীতেও ঘাম ঝরছে ভক্তদের

ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে নবনীতাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। দু বছর আগে জিতু কমলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করে খবরের শিরোনামে চলে এসেছিলেন। জিতু কমলের সঙ্গে ডিভোর্স ঘোষণা করে, যাকে বলে চমকে দিয়েছিলেন সকলকে। চর্চায় ছিল অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। তবে সেই সব কিছু পাত্তা না দিয়ে আপাতত ছুটির মেজাজে জিতুর প্রাক্তন নবনীতা দাস (Nabanita Das)। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। এবার শীতের আমেজ গায়ে মেখে থাইল্যান্ড থেকে বোল্ড অবতারে ধরা দিলেন নবনীতা।

আরও পড়ুন: মাতৃত্বকালীন ডিপ্রেশনের ইঙ্গিত? ছুটিতে ওয়ার্ডড্রোব গোছাতে দেখা গেল পরিণীতিকে
টুকটুকে লাল রঙের সুইম স্যুটে ধরা দিয়েছেন নবনীতা। ব্যকলেস এই সুইম স্যুটে তাঁর পিঠ দেখা যাচ্ছে। কখনও বালির মধ্যে বসে আবার কখনও বা রিসর্টের পুলের সামনে আবার কখনও বা ডাব খেতে খেতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। নবনীতা এখন রয়েছেন থাইল্যান্ডের কোহ লান্টা-তে। সেখানেই ডিসেম্বরের ছুটি উপভোগ করছেন তিনি। নবনীতার এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ বলেন লাল পরী আবার কেউ তাঁকে বলেন গর্জাস। তবে এর পাশাপাশি জিতু কমলকে টেনে ট্রোলডও করা হয় নবনীতাকে।
View this post on Instagram







