কলকাতা: রাজ্যের ৮৬ শতাংশ মানুষ বাংলাভাষী! সেখানে কলকাতার ৯৯ শতাংশ দোকানের নামফলক বাংলায় নেই। এই বিষয়ে এবার নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতা পুরসভার অধীনে যত দোকান, শপিং মল রয়েছে সেখানে বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করতে হবে বলে জানানও হয়েছে।
কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, অন্য ভাষা থাকতেই পারে, তবে বাংলা ভাষা রাখতেই হবে। তিনি বলেন, “অন্য ভাষায় লেখা থাকুক, কিন্তু বাংলাকেও রাখতে হবে। সেই বিষয়টি দেখা হোক। সেই প্রশ্নের জবাবেই মেয়র বলেন, “বাংলায় লেখা বাধ্যতামূলক।”
আরও পড়ুন: বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কবে? কতক্ষণ?
সূত্র মারফত খবর, কলকাতা পুরসভার তরফে পুনর্নবীকরণের বিভাগকে গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। কোনও দোকানের মালিক বা শপিম মন সংস্থা রাজি না হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে জানানও হয়েছে। এমনকী, নিউটাউন এলাকাতেও বাংলায় লেখা নাম বাধ্যতামূলক।
দেখুন খবর: