Wednesday, August 27, 2025
HomeScrollউত্তপ্ত মালদায় এবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল, এসে পৌঁছলেন কলকাতায়

উত্তপ্ত মালদায় এবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল, এসে পৌঁছলেন কলকাতায়

ওয়েব ডেস্ক: ওয়াকফ ইস্যু (Waqf issue) নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ (murshidabad)। আর সেই আবহেই এবার হস্তক্ষেপ করে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে বুধবার রাতে জানিয়ে দেওয়া হয় জাতীয় মহিলা কমিশনের তদন্তকারী প্রতিনিধিদল মোতায়েন করা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য। বিবৃতিতে আরও লেখা হয়, বৃহস্পতিবারের মধ্যেই দলটা এসে পৌঁছবে পশ্চিমবঙ্গে। আর সেই কথা মত প্রতিনিধদল বৃহস্পতিবার রাতে দলটি এসে পৌঁছয় কলকাতাতে।

আরও পড়ুন: ওয়াকফ আবহে বদল হল সামশেরগঞ্জ ও সুতি থানার আইসি

আজ অর্থাৎ শুক্রবার সকালেই দলটি কলকাতা থেকে রওনা দিলেন মালদার উদ্দেশে। সেখানেও ওয়াকফ ইস্যু নিয়ে উত্তপ্ত এলাকা। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং মহিলাদের অবস্থা কেমন পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে উপস্থিত হবেন তারা। সেখান থেকে যেতে পারেন মুর্শিদাবাদে।

 

উল্লেখ্য, জাতীয় মহিলা কমিশনের টিমের নেতৃত্বে রয়েছেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহটকর নিজেই। জানা যাচ্ছে, প্রথমে অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে মহিলা কমিশনের প্রতিনিধিরা কথা বলবেন আক্রান্ত ও ঘরছাড়া মহিলাদের সঙ্গে।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News