ওয়েব ডেস্ক : আর মাত্র কিছুদিন তার পরেই শুরু হয়ে য়াবে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) । কিন্তু তার আগেও ‘নাটক’ অব্যাহত পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপ নিয়ে একটি অনুষ্ঠান বাতিল করে দিল পাক ক্রিকেট বোর্ড (PCB)। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি বিশ্বকাপ বয়কট করছে পাকিস্তান? কিন্তু, তা করার ক্ষমতা পাক বোর্ডের নেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু তা সত্বেও পেশাগত ‘নাটক’ বজায় রেখেছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ চলছে পাকিস্তানের। সম্প্রতি টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সলমন আলি আঘারা। তবে পাকিস্তান অস্ট্রেলিয়ার যে দলকে হারিয়েছে, সেই দল কার্যত অজি বাহিনীর ‘বি’ টিম। তবে এই দলের বিরুদ্ধে খেলতে পূর্ণ শক্তি নিয়েই নেমেছিল পাকিস্তান।
আরও খবর : টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স!
তবে যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে তা হল, দ্বিতীয় টি-টোয়েন্টির আগে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল বাবর আজমদের। সেই অনুষ্ঠানে বিশ্বকাপের (Worldcup) জার্সি প্রকাশ্যে আনার কথা ছিল। কিন্তু পাক বোর্ডের তরফে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেই খবর। জানা যাচ্ছে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই কারণেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ফলে পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, নিজেদের দেশের ক্রিকেট ভক্তদের বোকা বানাতেই এমন কাজ করছে।
তবে ইতিমধ্যে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আইসিসি (ICC)। তারা যদি বিশ্বকাপ না খেলে ৩১৬ কোটি টাকা লোকসান হবে পাক বোর্ডের। ফলে বিশ্বকাপ না খেলার মতো সিদ্ধান্ত নেবে না পাকিস্তান। অন্যদিকে সূত্রের খবর, বিশ্বকাপ খেলার জন্য ইতিমধ্যে প্লেয়ারদের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান। ২ ফেব্রুয়ারি তাঁরা পৌঁছতে পারেন কলোম্বোয়। কিন্তু তার আগে নাটক বজায় পাকিস্তানের।
দেখুন অন্য খবর :







