জলপাইগুড়ি: ঘুমন্ত বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘার (Kanchanjangha) অপরূপ দৃশ্য দেখা মিলল জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে। মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। হালকা হাওয়ায় মনোরম একটা পরিবেশ। শীতের আগমনের বার্তা মিলছে ধীরে ধীরে। কালে বেরিয়ে নীল আকাশের ক্যানভাসে হিমালয়ের শিখর দর্শন করে আপ্লুত পথচারীরা। সাতসকালে ‘ঘুমন্ত বুদ্ধ’কে দেখে আপ্লুত জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। অনেকেই সঙ্গে সঙ্গে সেই মুহূর্তকে ক্যামেরবন্দি করে ফেলেন। শুধু তাই নয়, স্যোশাল মিডিয়ায় তা রীতিমতো ভাইরাল।

কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ দেখতে দার্জিলিং এ দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন। যদিও এখনও সেই ভাবে শীতের দেখা মেলেনি। জাঁকিয়ে শীত পড়তে বেশ কয়েকদিন বাকি। তবে মঙ্গলবার জলপাইগুড়ি সহ ডুয়ার্স থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যর। অভিভূত সাধারণ মানুষ থেকে নিয়ে পর্যটকেরা। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা মিললো গয়েরকাটা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে। কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ দেখতে দার্জিলিং এ দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন ।তবে এবার ডুয়ার্স থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যর। তা দেখতে সাধারণ মানুষ ও পর্যটকরা ভিড় করেন বহু জায়গায়।
আরও পড়ুন: সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি ঘোষ

ডুয়ার্সের আকাশ পরিষ্কার তাই কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য দেখা মিলল ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা কখনোই ভাবেননি যে এই ধরনের দৃশ্য তারা দেখতে পাবেন। ঘুম থেকে উঠেই পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যান পির্যটকেরা। সূর্যের আলোতে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ জ্বলজ্বল করছে। জঙ্গল পাহাড় নদীর পাশাপাশি ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া পাওনা ছিল বাড়তি পাওনা । আর তাই কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য উপভোগ করতে ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছেন বহুমানুষ । অনেকেই সঙ্গে সঙ্গে সেই মুহূর্তকে ক্যামেরবন্দি করে ফেলেন। একেবারে উচ্ছ্বসিত তাঁরা। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে মন মুগ্ধ পর্যটক থেকে বাসিন্দারা।
অন্য খবর দেখুন


                                    




