Saturday, November 22, 2025
HomeScrollদিল্লিতে দূষণের প্রভাব চরম, স্কুলে আউটডোর কার্যক্রম বন্ধের নির্দেশ
Delhi Pollution

দিল্লিতে দূষণের প্রভাব চরম, স্কুলে আউটডোর কার্যক্রম বন্ধের নির্দেশ

গুরগাঁও ও আইটিও চত্বরে দূষণের মাত্রা ভয়ঙ্করভাবে ঊর্ধ্বমুখী

নয়াদিল্লি: দিল্লির বায়ুদূষণ (Delhi Air Pollution) ফের বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে আকাশ ধোঁয়াশায় ঢেকে যায়, শ্বাসকষ্ট ও চোখ জ্বালার সমস্যা বাড়তে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শহরের সামগ্রিক AQI লাফিয়ে পৌঁছেছে ৩৭৩-এ, যা ‘গুরুতর’ শ্রেণির মধ্যে পড়ে। বিশেষত নবদিল্লি, আনন্দ বিহার, গুরগাঁও ও আইটিও চত্বরে দূষণের মাত্রা ভয়ঙ্করভাবে ঊর্ধ্বমুখী।

পরিস্থিতি বিবেচনা করে দিল্লি সরকার স্কুলগুলিকে কড়া নির্দেশ জারি করেছে। আপাতত সব স্কুলে আউটডোর কার্যক্রম, মাঠে খেলা, ক্রীড়া প্রশিক্ষণ, ব্যায়াম ও শারীরিক শিক্ষা ক্লাস স্থগিত রাখা হবে বলে জানানো হয়েছে। শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না নিয়ে যেতে এবং ক্লাসরুমের জানালা বন্ধ রেখে এয়ার ফিল্টার প্রয়োগ ও মাস্ক ব্যবহারের পরামর্শ দিতে।

আরও পড়ুন:রাজধানীতে বাড়ছে দূষণ! বড় পদক্ষেপ করল দিল্লি সরকার

বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে বায়ুর গতি কমে যাওয়ায় দূষিত ক্ষুদ্র কণাগুলি বাতাসে বেশি সময় স্থির হয়ে থাকে। তার সঙ্গে যুক্ত হয়েছে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধূলি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে শস্যদহনের ধোঁয়া, যা রাজধানীর পরিবেশকে আরও বিপজ্জনক করে তুলছে। শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নির্মাণকাজ সীমিত করা, রাস্তা সেচন, দূষণবিরোধী টিম মোতায়েন এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার মতো পদক্ষেপ বিবেচনা করছে। তবে পরিবেশবিদদের মত, দূষণের স্থায়ী সমাধানে আন্তঃরাজ্য সমন্বয়, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার ও নগর পরিকল্পনায় বড় মাপের পরিবর্তন জরুরি। না হলে আগামী কয়েক সপ্তাহে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News