ওয়েব ডেস্ক: অজগর সাপ গলায় জড়িয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘সাহসী’ অবতারে ধরা দিয়ে নেটপাড়ায় ঝড় তুললেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তরা তার সাহসিকতার প্রশংসা করেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি একটি অজগর সাপ তার গলায় জড়িয়ে ছবি তুলেছেন। সাদা টপ, ডেনিম জিন্স এবং স্টাইলিশ ব্যান্ডানা পরে, প্রিয়াঙ্কা বিশাল সাপের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং তার সঙ্গে ছিলেন তার গায়ক এবং অভিনেতা স্বামী নিক জোনাস (Nick Jonas)।

তিনি বিভিন্ন সময়ে সাপের সঙ্গে ছবি তুলেছেন, যার মধ্যে একটিতে তাকে একটি হলুদ অজগর গলায় নিয়ে দেখা গিয়েছে। অন্যটিতে একটি ছবিতে কালো সাপ দেখা গিয়েছে। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তরা তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার এই সাহসিকতা দেখে নিক জোনাসও অবাক হয়েছেন। পোস্টের একটি ভিডিওতে নিককে বলতে শোনা গেছে, “নতুন গয়নাটা খুব ভালো লাগছে, সোনা। নিকও মজা করে মন্তব্য করেছেন যে তিনি এটিকে একটি “গয়না” হিসেবে দেখছেন।

আরও পড়ুন:কবে মুক্তি পাবে ‘ফ্যামিলি ম্যান ৩’?
অন্য খবর দেখুন







