কলকাতা: ফের ট্রেন বাতিল (Train Cancel) হাওড়া-বর্ধমান শাখায়। ৩৬০ মিনিটের জন্য থাকছে ট্র্যাফিক ব্লক। শনিবার রাত ৯টা ২০ মিনিট থেকে ৩১ তারিখ ভোর ৩টে ২০ মিনিট পর্যন্ত বাতিল থাকছে চারটি লোকাল ট্রেন। পাশাপাশি মালদহ ডিভিশনে ইয়ার্ড পুনর্নির্মাণ ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল। সেই কারণেই হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হল। এছাড়া উত্তর-পূর্বগামী ট্রেনগুলিও মালদার উপর দিয়ে যায়। তাই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে।
৩০ তারিখ বাতিল তালিকায় থাকছে
36860 বর্ধমান – হাওড়া লোকাল
36855 হাওড়া – বর্ধমান লোকাল
37857 হাওড়া – বর্ধমান লোকাল
৩১ বাতিল থাকছে 37512 বর্ধমান – হাওড়া লোকাল।
অন্যদিকে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে রাত ২টো ১০ থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ট্য়াফিক ব্লক থাকছে হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম এবং পূর্বস্থলী স্টেশনগুলির মধ্যে।সে কারণেই ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকছে 37741 ব্যান্ডেল – কাটোয়া লোকাল, 37742 কাটোয়া – ব্যান্ডেল লোকাল।
আরও পড়ুন: পুজোয় যাত্রী ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ রেলের
মালদহের কাজের জন্য বাতিল ট্রেনের তালিকা-
বাতিল ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
কামাখ্যা পুরী এক্সপ্রেস
শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস।
কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস।
শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ।
রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস।
শিলচর-শিয়ালদা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।
অন্য খবর দেখুন
