Saturday, August 30, 2025
HomeScrollনিত্যযাত্রীদের ফের ভোগান্তির আশঙ্কা! বাতিল একগুচ্ছ ট্রেন

নিত্যযাত্রীদের ফের ভোগান্তির আশঙ্কা! বাতিল একগুচ্ছ ট্রেন

হাওড়া: ফের বাতিল একগুচ্ছ ট্রেন! যার জেরে সমস্যার সম্মুখীন হতে পারেন নিত্যযাত্রীরা। জানা যাচ্ছে হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। আর এর জেরে প্রভাব পড়তে পারে সাধারণ পরিষেবাতেও। পূর্ব রেল সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় করতে হচ্ছে ট্রাফিক ব্লক। যার জন্য আগামী রবিবার অর্থাৎ ১৬ মার্চ হোলির ঠিক পরের দিন হাওড়া থেকে বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন।

আরও পড়ুন: দোলের সকালে ভারতে ভূমিকম্প!

বাতিল ট্রেনের তালিকায় কোন কোন ট্রেন রয়েছে:
১। হাওড়া থেকে বাতিল ৩৬০৩৩, এবং ৩৬৮২৩ ট্রেন
২। চন্দনপুর থেকে বাতিল ৩৬০৩৪ ট্রেন
৩। বর্ধমান থেকে বাতিল ৩৬৮৩৬ ট্রেন

তবে শুধু ট্রেন বাতিলই করা হয়নি, বেশকিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক
১। ৩৬৮২৫ হাওড়া বর্ধমান কর্ডলাইন লোকাল , হাওড়া থেকে ১১ টা ২২ মিনিটের পরিবর্তে ১১ টা ৫০ মিনিটে ছাড়বে।

২। ৩৬৮৩৮ বর্ধমান- হাওড়া মেন লাইন লোকাল ১১ট ৪৮ এর পরিবর্তে ১২ টা ১৫ মিনিটে ছাড়বে।

পাশাপাশি ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৩৭৮১২ বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ট্রেনের। জানা যাচ্ছে ৩০ মিনিটের জন্য করা হবে নিয়ন্ত্রণ।

দেখুন অন্য খবর

Read More

Latest News