Friday, November 28, 2025
HomeScrollSIR প্রতিবাদ তৃণমূলের! কমিশনের সঙ্গে সাক্ষাতে দিল্লিতে প্রতিনিধি দল
SIR

SIR প্রতিবাদ তৃণমূলের! কমিশনের সঙ্গে সাক্ষাতে দিল্লিতে প্রতিনিধি দল

লাইভ টেলিকাস্টের দাবি খারিজ কমিশনের!

ওয়েব ডেস্ক : ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে প্রতিবাদ বাংলার গণ্ডি ছাড়িয়ে এবার পৌঁছল রাজধানী দিল্লিতে (Delhi)। শুক্রবার ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তৃণমূলের (TMC) ১০ প্রতিনিধি দল।

গত সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ১০ জন সাংসদের একটি দল তৈরি করেছিলেন। তাঁদেরকে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার জন্যও নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই মতো আজ তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল গেলেন সাক্ষাৎ করতে। এই দলে রয়েছেন, ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক।

আরও খবর : সারের অপেক্ষায় ২ দিন ধরে লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধার! চাঞ্চল্য

কমিশনের তরফে প্রথমে জানানো হয়েছিল, তৃণমূলের (TMC) পাঁচজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। কিন্তু তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ১০ জন সাংসদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। অভিষেক কমিশনের উদ্দেশে বলেছিলেন, আমাদের পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে সেগুলির জবাব দিন। এর পরেই কমিশনের তরফে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গেই সাক্ষাৎ করা হবে বলেই জানানো হয়।

অভিষেক (Abhishek Banerjee) আরও বলেছিলেন, আমাদের প্রনিধিরা জনগণের দ্বারা নির্বাচিত। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত বাধা সরকারের কাছে। এর পরেই এই বৈঠকের লাইভ টেলিকাস্টের দাবি জানান তিনি। তবে সেই দাবি খারিজ করা হয় কমিশনের তরফে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News