ওয়েব ডেস্ক: ৪০-এ দ্বিতীয়বার মা (Sonam Kapoor Announces Second Pregnancy) হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor)! শেয়ার করলেন একগুচ্ছ বেবি বাম্পের ছবি।

ছবির ক্যাপশনে তিনি নিজেকে ‘মা’ বলে সম্বোধন করেছেন। গোলাপি কো-অর্ডে একেবারে অন্যরকম দেখিয়েছে তাঁকে। দেখে নেব সেই লুক

বলিউডে তারকা দম্পতিদের ঘরে ঘরে সুখবর। সেই তালিকায় নাম যোগ করলেন সোনম কাপুর ও! সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিলেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, সোনম নাকি অন্তঃসত্ত্বা। সেই কারণেই তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। খুব একটা বেশি কাজ হাতে নিচ্ছেন না। আর এবার, সোশ্যাল মিডিয়ায় গোলাপি পোশাকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন সোনম।

গোলাপি রঙের পোশাক পরে বেবি বাম্পের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে কাউচে বসে পোজ দিয়েছেন তো কখনও সানগ্লাস পরে রোদ গায়ে মেখে তাকিয়ে রয়েছেন।

ছবিগুলি পোস্ট করে ‘রাঞ্ঝনা’ অভিনেত্রী ক্যাপশনে কেবল একটি শব্দই লিখেছেন, যা তাঁর এই বিশেষ অনুভূতির প্রকাশ, “মা”।
আরও পড়ুন: জট কাটিয়ে অবশেষে মুক্তি পেল ‘অ্যাকাদেমি অব ফাইন আর্টস
অন্য খবর দেখুন







