Monday, October 6, 2025
spot_img
Homeফের ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করল ইজরায়েল

ফের ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করল ইজরায়েল

ওয়েব ডেস্ক: ফের ইরানের (Iran) পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)। শুক্রবার ভোরে নিশ্চিত করা হল ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার খবর। এই পরিস্থিতিতে জারি হল জরুরি অবস্থা। হামলার ফলে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে ইরান। স্থানীয় সূত্রে খবর, তেহরানের একাধিক জায়গায় বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।

শুক্রবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিন বন্ধ থাকবে স্কুল। তবে ঠিক কী ধরনের আঘাত ইজরায়েল করেছে সে বিষয়ে বিশদে কিছু জানা যায়নি। ইরান-ইজরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি, ইজরায়েলের ইরানের উপর হামলা চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-পার্শ্ববর্তী আরব-দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের। তবে শেষরক্ষা হল না!

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘গেম চেঞ্জার’ ভারতের ব্রহ্মস!

সূত্রের খবর. প্রথম ধাপে ইরানে হামলা চালিয়েছে আইএএফ জেট বিমান। লক্ষ্য ছিল, ইরানের সামরিক লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। ইতিমধ্যেই আইডিএফ মুখপাত্র বিজি এফি ডিফ্রিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ওই হামলা মূলত আত্মরক্ষার জন্য। নিজেদের রক্ষা, নিজেদের সন্তানদের রক্ষার উদ্দেশেই এই পূর্বপ্রস্তুতিমূলক হামলা।

অপরদিকে, ইজরায়েল বলেছে তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও পশ্চিম তেহরানে চিটগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেছেন স্থানীয় এলাকার মানুষজন। ওই এলাকায় অবশ্য কোনও পরমাণু ঘাঁটি নেই বলে দাবি করা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News