পূর্ব বর্ধমান: লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2025) মরশুমে সত্যিই লক্ষ্মীলাভ চাষিদের! পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কালনা (Kalna) মহকুমার আখচাষিদের মুখে এখন হাসি। পাইকারি বাজারে প্রতি পিস আখ বিকোচ্ছে ৮ থেকে ১৫ টাকায়। দাম ভালো থাকায় খুশির হাওয়া চাষিদের ঘরে (District News)।
চাষিদের আশা, সামনের ছটপুজো ঘনিয়ে আসায় আখের চাহিদা আরও বাড়বে। এক বিঘা জমিতে আখ চাষে খরচ পড়ে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। আর বিক্রির সময় মিলছে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ। একই জমিতে সাথী ফসল ফলানোয় লাভের অঙ্ক আরও বেড়ে যাচ্ছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় সম্প্রীতির নজির কালনায়
নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকেই আখ রওনা দিচ্ছে কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে।
স্থানীয় আখচাষি সাহেব আলি শেখ বলেন, “এবার আখের ভালো দাম মিলছে। পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছি।”
আরেক চাষি শেখ সের মণ্ডলের কথায়, “আখ চাষে কষ্ট অনেক, কিন্তু লাভও ততটাই বেশি। এবার বাজারে দাম ভালো, তাই মনটা ভরে গেছে।” সব মিলিয়ে উৎসবের মৌসুমে আখ চাষেই সত্যিকারের লক্ষ্মীলাভে ভরপুর কালনার চাষিরা।
দেখুন আরও খবর: