ওয়াশিংটন: দীর্ঘ সময় ধরে মহাকাশে (space) রয়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। মাঝে মধ্যে তাঁর মহাকাশে থাকার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে মহাকাশের জীবনযাত্রা সম্পর্কে জানান তিনি।
দেখতে দেখতে সাত মাস পার হয়ে গেছে। কিন্তু কবে তিনি ঘরে ফিরবেন সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও স্পষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। সবাইকে অবাক করে সুনীতার বক্তব্য, তার তিনি পৃথিবীতে (earth) ফিরতে চান না তিনি। হঠাৎ তাঁর এই রকম সিদ্ধান্তের কারণ।
আরও পড়ুন: কবে মার্কিন সফরে যাচ্ছেন মোদি? জানিয়ে দিলেন ট্রাম্প নিজেই
জানা গেছে, পৃথিবীতে এসে আর নিজেকে খাপ খাওয়াতে পারবেন কিনা, সেই নিয়ে বিস্তর চিন্তায় পড়েছেন সুনীতা। তার সব থেকে বড় চিন্তা, তিনি পৃথিবীর মাটিতে আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন কিনা?
বহুদিন ধরে মহাকাশে রয়েছেন তিনি। সেখানেই এখন অভ্যস্থ হয়ে পড়েছেন। সুনীতা জানিয়েছেন, পৃথিবীতে কীভাবে বসতে হবে বা কীভাবে হাঁটতে হবে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তিনি। এই অবস্থা ভাবতে গিয়ে তাঁর রাতের ঘুম উড়ে গেছে। সুনীতার মতো একই অবস্থা, তার সহকর্মী মহাকাশচারী বুচ ইউলমোরের। বিগত ১০ দিন ধরে তারা এই পৃথিবীর স্বাভাবিক কাজকর্ম মনে রাখা চেষ্টা করছেন।
স্টারলাইনার স্পেসক্রাফটে দীর্ঘ বহু মাস ধরে রয়েছেন এই দুজন। সেখান থেকে তারা যদি এবার পৃথিবীকে হঠাৎ করে ফেরত আসেন তাহলে সবার আগে তাদের যে সমস্যা তৈরি হবে সেটি হবে তাদের হাঁটাচলা। যদি সেই কাজটি তারা সঠিকভাবে করতে না পারেন তাহলে সেটা হবে অনেকটাই চাপের।
সুনীতা জানান, তারা ভেবেছিলেন মহাকাশে তাদের হয়তো এক মাস থাকতে হবে। তবে সেখানে প্রায় সাতমাস হয়ে গিয়েছে। অনেকটা সময়। এখনই মহাকাশই তাদের ঘর। সেখানে বেশ আনন্দে আছেন বলেই জানিয়েছেন সুনীতা ও তাঁর সহকর্মীরা। সেখান থেকেই তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
দেখুন অন্য খবর-